আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল | |
---|---|
সংস্থার ধরন | জাতিসংঘের বিশেষায়িত সংস্থা |
সংক্ষিপ্ত নাম | IFAD |
প্রধান | আলভারো ল্যারিও (বর্তমান) |
মর্যাদা | সক্রিয় |
প্রতিষ্ঠাকাল | ১৯৭৭ |
প্রধান কার্যালয় | রোম, ইতালি |
ওয়েবসাইট | ifad |
মাতৃ সংস্থা | জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ |
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইংরেজি: International Fund for Agricultural Development; সংক্ষেপে IFAD) জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, বিশ্বব্যাপী বিশেষত উন্নয়নশীল বিশ্বে কৃষি উন্নয়নের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি বিকাশের লক্ষ্যে সম্পদ সংগ্রহের উদ্দেশ্য গঠিত।
১৯৭৭ সালের ১৫ ডিসেম্বর ইতালির রোমে সংস্থাটি গঠিত হয়। সংস্থাটির সদরদপ্তর ইতালির রোম শহরে অবস্থিত। সংস্থাটির বর্তমান সদস্য সংখ্যা ১৭৭টি।[১] বর্তমান প্রেসিডেন্ট স্পেনের নাগরিক আলভারো ল্যারিও। ১ অক্টোবর, ২০২২ সালে ৪ বছরের জন্য তিনি দায়িত্ব গ্রহণ করেন । [২]
১৯৭৪ সালের বিশ্ব খাদ্য সম্মেলনের ফলস্বরূপ সংস্থাটি গঠিত হয়। ১৯৭০ সালের প্রথমার্ধে বিশ্বব্যাপী খাদ্য সংকট উত্তরণের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। ১৯৭৪ সালের সম্মেলনের ৩ বছর পর ১৯৭৭ সালের ১৫ ডিসেম্বর আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল গঠিত হয়।[৩]