![]() | |
সংক্ষেপে | ICF |
---|---|
গঠিত | 1946 |
ধরন | Sports federation |
সদরদপ্তর | Lausanne, Switzerland |
যে অঞ্চলে কাজ করে | Worldwide |
President | José Perurena |
প্রধান অঙ্গ | Congress |
সম্পৃক্ত সংগঠন | International Olympic Committee |
ওয়েবসাইট | www.CanoeICF.com |
আন্তর্জাতিক ক্যানোয় ফেডারেশন (সংক্ষেপে আইসিএফ) হল বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সকল জাতীয় ক্যানোয় সংগঠন সমূহের একটি ছাতা সংগঠন। এটি বিশ্বব্যপী ক্যানোয় ক্রীড়া নিয়ন্ত্রণে কাজ করে। এর সদরদপ্তর সুইজারল্যান্ডের লোজানে। বর্তমানে ১৫৭টি জাতীয় সংস্থা আইসিএফ এর সদস্য, সর্বশেষ রোমে অনুষ্ঠিত ২০০৮ আইসিএফ কাউন্সিলে ৭টি সংস্থা যোগ হয়।[১]
আইসিএফ এর অনুমোদিত পাঁচটি মহাদেশীয় সংস্থা রয়েছে। এই সংস্থাগুলোর দায়িত্ব হল মহাদেশ পর্যায়ে চ্যাম্পিয়নশিপ আয়োজন, পরিচালনা, সদস্য সংস্থা সমূহকে সহোযোগীতা প্রদান এবং আইসিএফ নির্বাহী সভায় অংশগ্রহণ ও মতামত দান।[৪]