![]() | এই নিবন্ধটির রচনা সংশোধনের প্রয়োজন হতে পারে। কারণ ব্যাকরণ, রচনাশৈলী, বানান বা বর্ণনাভঙ্গিগত সমস্যা রয়েছে। |
![]() | |
সংক্ষেপে | আই.ইউ.পি.এ.সি |
---|---|
নীতিবাক্য | বিশ্বব্যাপী রসায়নের সমৃদ্ধি |
গঠিত | ১৯১৯ |
ধরন | আন্তর্জাতিক সংগঠন |
সদরদপ্তর | নর্থ ক্যারোলাইনা, মার্কিন যুক্তরাষ্ট্র |
যে অঞ্চলে কাজ করে | সমগ্রবিশ্ব |
দাপ্তরিক ভাষা | ইংরেজি |
সভাপতি | ক্রিস্টোফার এম.এ. ব্রেট[১] |
ওয়েবসাইট | www.iupac.org |
আন্তর্জাতিক বিশুদ্ধ ও ফলিত রসায়ন সংস্থা (ইংরেজি- The International Union of Pure and Applied Chemistry ( সংক্ষেপে-আই.ইউ.পি.এ.সি, IUPAC) হলো একটি আন্তর্জাতিক সংস্থা যেটি বিভিন্ন দেশের রসায়ন সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বয়ে পরিচালিত হয়ে থাকে। সুইজারল্যান্ডের রাজধানী জুরিখে এর সদর দপ্তর অবস্থিত। এছাড়াও যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলাইনায় এর প্রশাসনিক কার্যালয় রযেছে। একজন নির্বাহী পরিচালক এই কার্যালয়ের প্রধানের দায়িত্ব পালন করেন[২]। বর্তমানে লিন সবি এর প্রধানের দায়িত্বে রয়েছেন[৩] ।
১৮৬০ সালে ফ্রিডরিখ আউগুস্ট কেকুলে-র নেতৃত্বে গঠিত একটি বিজ্ঞান সমিতি সর্বপ্রথম বিশ্বব্যাপি একটি আন্তর্জাতিক রসায়ন সংস্থার প্রয়োজনীয়তা অনুভব করেন। এই সমিতি প্রথম জৈব যৌগ র্শীর্ষক একটি সম্মেলনের আয়োজন করেন। এই সম্মেলনে সমগ্র বিশ্বব্যাপী আন্তর্জাতিক মান সম্পন্ন একটি রসায়ন সংস্থা প্রতিষ্ঠা করার কথা সবচেয়ে বেশি আলোচিত হয়।
আই.ইউ.পিএ.সি মূলত অনেক গুলো কমিটি সমন্বয়ে গঠিত যাদের প্রত্যেকে রয়েছে আলাদা আলাদা কার্যলিপি। কমিটিগুলো হচ্ছে:ব্যুরো,CHEMRAWN, রসায়ন শিক্ষা সংক্রান্ত কমিটি, রসায়ন ও শিল্প সংশ্লিষ্ট কমিটি, মুদ্রিত এবং বৈদ্যুতিক প্রকাশনা কমিটি, আন্তর্জাতিক ফলিত রসায়ন প্রকল্প প্রণয়ন কমিটি।
কমিটির নাম | দায়িত্ব |
---|---|
ব্যুরো |
|
ভৌত রাসায়নিক বিভাগ |
|
জৈব যৌগ বিভাগ |
|
পলিমার বিভাগ |
|
স্বা্স্থ্যবিষয়ক রসায়ন সংক্রান্ত কমিটি |
|
CHEMRAWN |
|
প্রজেক্ট কমিটি |
|