এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(জানুয়ারি ২০১৮) |
আন্তর্জাতিক যোগ দিবস | |
---|---|
আনুষ্ঠানিক নাম | আন্তর্জাতিক যোগ দিবস – আইওয়াইডি |
অন্য নাম | যোগ দিবস, বিশ্ব যোগ দিবস |
পালনকারী | বিশ্বব্যাপী |
ধরন | রাষ্ট্রসংঘ |
তাৎপর্য | বিশ্বব্যাপী স্বাস্থ্য, সাদৃশ্য এবং শান্তির জন্য জাতিসংঘ-এর সরকারি প্রচার |
উদযাপন | যোগ, ধ্যান, সম্মেলন, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান |
তারিখ | ২১ জুন |
সংঘটন | বার্ষিক |
সর্বপ্রথম | ২১ জুন ২০১৫ |
২১ জুন তারিখটি হল আন্তর্জাতিক যোগ দিবস। এই দিনটিকে যোগ দিবস বা বিশ্ব যোগ দিবস বলা হয়। যোগ হল প্রাচীন ভারতে উদ্ভূত এক বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা বা যোগব্যায়াম। এর উদ্দেশ্য মানুষের শারীরিক ও মানসিক সুস্থতাবিধান। এই প্রথা ভারতে আজও প্রচলিত আছে। ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন।[১][২][৩][৪] জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি অশোক মুখোপাধ্যায় ২০১৪ খ্রিস্টাব্দের ১১ ডিসেম্বর অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ সভায় ১২৪ নম্বর আলোচ্য বিষয়ের উপর - প্রতি বছর ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালনের খসড়া সিদ্ধান্ত (A/69/L 17) উপস্থাপন করেন। ১৭৫ দেশের উপস্থিত প্রতিনিধির সভায় প্রস্তাবটি ভোটাভুটি ছাড়াই গৃহীত হয়। সেই সিদ্ধান্ত অনুসারে ২০১৫ খ্রিস্টাব্দের ২১ জুন হতে এই বৈশ্বিক দিবসটি পালিত হয়ে আসছে।[৫][৬][৭]
যোগব্যায়ামের প্রথম আন্তর্জাতিক দিবসটি বৃহত্তম যোগব্যায়াম ক্নাসের একটি রেকর্ড তৈরি করেছে এবং জাতির জন্য সবচেয়ে বড় অংশগ্রহণ।