ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | আন্দেরসন জোসে লোপেস দে সুজা | ||
জন্ম | ১৫ সেপ্টেম্বর ১৯৯৩ | ||
জন্ম স্থান | রেসিফি, ব্রাজিল | ||
উচ্চতা | ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ইয়োকোহামা মারিনোস | ||
জার্সি নম্বর | ১১ | ||
যুব পর্যায় | |||
২০০৬ | রেসিফে | ||
২০০৭ | সাও জোসে | ||
২০০৭–২০১১ | ইন্তেরনাসিওনাল | ||
২০১১–২০১৩ | আভাই | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৩ | আভাই | ২ | (০) |
২০১৪ | → মার্সিলিও দিয়াস (ধার) | ১৬ | (৬) |
২০১৪–২০১৮ | তোম্বেন্সে | ০ | (০) |
২০১৪–২০১৫ | → আভাই (ধার) | ৭১ | (১৫) |
২০১৬ | → পারানায়েন্সে (ধার) | ১৭ | (১) |
২০১৬–২০১৭ | → সানফ্রেকে হিরোশিমা (ধার) | ৩৯ | (১২) |
২০১৮ | → সিউল (ধার) | ৩০ | (৬) |
২০১৯–২০২১ | হোক্কাইদো কোন্সাদোলে | ৬৩ | (২১) |
২০২১–২০২২ | উহান | ১৭ | (৭) |
২০২২– | ইয়োকোহামা মারিনোস | ০ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৯:২৬, ৩১ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। |
আন্দেরসন জোসে লোপেস দে সুজা (পর্তুগিজ: Anderson Lopes; জন্ম: ১৫ সেপ্টেম্বর ১৯৯৩; আন্দেরসন লোপেস নামে সুপরিচিত) হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব ইয়োকোহামা মারিনোসের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২][৩] তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে দ্বিতীয় আক্রমণভাগের খেলোয়াড় এবং ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
আন্দেরসন জোসে লোপেস দে সুজা ১৯৯৩ সালের ১৫ই সেপ্টেম্বর তারিখে ব্রাজিলের রেসিফিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।