আন্দ্রে মিচেল লৌউফ | |
---|---|
জন্ম | আইনে-লে-চ্যাটিয়্যু, অলিয়ার, ফ্রান্স | ৮ মে ১৯০২
মৃত্যু | ৩০ সেপ্টেম্বর ১৯৯৪ | (বয়স ৯২)
মাতৃশিক্ষায়তন | পাস্তুর ইনস্টিটিউট |
পরিচিতির কারণ | Provirus infection of bacteria |
দাম্পত্য সঙ্গী | মার্গারেট লৌউফ |
পুরস্কার | |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | অনুজীববিদ্যা |
প্রতিষ্ঠানসমূহ |
আন্দ্রে মিচেল লৌউফ (৮ মে ১৯০২ - ৩০ সেপ্টেম্বর ১৯৯৪)[১][২][৩] হলেন একজন ফরাসি জৈব রসায়নবিদ যিনি ১৯৬৫ সালে ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি ফ্রঁসোয়া জাকব এবং জাক মোনোদের সাথে যৌথভাবে "উৎসেচকের বংশাণুগত নিয়ন্ত্রণ এবং ভাইরাস সংশ্লেষণ সম্পর্কিত আবিষ্কারের কারণে এই পুরস্কার লাভ করেন।"[৪][৫][৬][৭][৮]