ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | আন্দ্রে ইয়েভগেনিয়েভিচ লুনিয়ভ | ||
জন্ম | ১৩ নভেম্বর ১৯৯১ | ||
জন্ম স্থান | মস্কো, সোভিয়েত ইউনিয়ন | ||
উচ্চতা | ১.৮৯ মিটার (৬ ফুট ২+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | জেনিত সেন্ট পিটার্সবার্গ | ||
জার্সি নম্বর | ৯৯ | ||
যুব পর্যায় | |||
এমএফকে দিনা মস্কো | |||
২০০১–২০০৯ | তরপেদো মস্কো | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৯–২০১৪ | তরপেদো মস্কো | ৯ | (০) |
২০১২ | → ফুটবল ক্লাব ইস্ত্রা (ধার) | ৯ | (০) |
২০১৩–২০১৪ | → ফুটবল ক্লাব কালুগা (ধার) | ২৮ | (০) |
২০১৫ | সেটার্ন মস্কো ওবলাস্ট | ৪ | (০) |
২০১৫–২০১৬ | ফুটবল ক্লাব উফা | ১০ | (০) |
২০১৭– | জেনিত সেন্ট পিটার্সবার্গ | ২৯ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১৭– | রাশিয়া | ৩ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৭ এপ্রিল ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৭ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক। |
আন্দ্রে ইয়েভগেনিয়েভিচ লুনিয়ভ (রুশ: Андрей Евгеньевич Лунёв; জন্ম: ১৩ নভেম্বর ১৯৯১) হলেন রাশিয়ার একজন পেশাদার ফুটবলার, যিনি রুশ ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গ এবং রাশিয়া জাতীয় ফুটবল দলে একজন গোলরক্ষক হিসেবে খেলেন।
২০১৫ সালে ২৯ জুলাই তারিখে, ফুটবল ক্লাব উফা পক্ষ হয়ে নিশ্চিত করা হয় যে, আন্দ্রে লুনিয়ভ এক বছরের জন্য তাদের দলের সাথে চুক্তিবদ্ধ হয়েছে।[১] ২০১৬ সালের ১১ই সেপ্টেম্বর এফসি ক্রাসনোদরের বিপক্ষে খেলার মাধ্যমে রাশিয়ান প্রিমিয়ার লিগে অভিষেক করেন।[২]
২০১৬ সালের ২৩শে ডিসেম্বর তারিখে, তিনি জেনিত সেন্ট পিটার্সবার্গের সাথে ৪ বছর ৬ মাসের জন্য এক চুক্তি স্বাক্ষর করেন।[৩]
২০১৭ সালের ১০ই অক্টোবরে, ইরানের বিরুদ্ধে এক প্রীতি ম্যাচে রাশিয়া জাতীয় ফুটবল দলের হয়ে তিনি অভিষেক করেন।[৪]
টেমপ্লেট:এফসি জেনিত সেন্ট পিটার্সবার্গ দল
রাশিয়ান ফুটবল গোলরক্ষক সম্পর্কিত জীবনী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |