আন্দ্রে সাল্ভাত

আন্দ্রে সাল্ভাত
জন্ম(১৯২০-০৫-১৬)১৬ মে ১৯২০
প্রাদেস, পিরেনেস-অরিন্তেলেস, ফ্রান্স
মৃত্যু৯ ফেব্রুয়ারি ২০১৭(2017-02-09) (বয়স ৯৬)
পারপিগ্নান, ফ্রান্স
আনুগত্য ফ্রান্স
টেমপ্লেট:দেশের উপাত্ত Free France
সেবা/শাখাফরাসী সামরিক বাহিনী
কার্যকাল১৯৩৮ - ১৯৭৩
পদমর্যাদাকর্ণেল
পুরস্কারLegion of Honour
Order of the Liberation
Croix de Guerre
Colonial Medal
Médaille Commémorative de la Campagne d'Indochine
Croix de la Vaillance Vietnamienne
Croix Militaire de 1ère classe

আন্দ্রে সাল্ভাত ফরাসী সামরিক বাহিনীর একজন কর্ণেল ছিলেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম ইন্দোচীন যুদ্ধ এবং আলজেরিয়া যুদ্ধতে অংশগ্রহণ করেছিলেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

আন্দ্রে সাল্ভাত ১৯২০ সালের ১৬ মে জন্মগ্রহণ করেন প্রাদেসে। তার পিতা প্রথম বিশ্বযুদ্ধের এক সেনা ছিলেন এবং মাতা ছিলেন মুদি দোকানদার।[][] সাল্ভাত পারপিগ্নান এর এক মিলিটারি প্রিপ্রারেটোরী স্কুলে শিক্ষা নেন।[][]

সেনাজীবন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ

[সম্পাদনা]

১৯৩৮ এর মে মাসে সাল্ভাত ফরাসী সেনাবাহিনীতে সৈনিক হিসেবে চাকরি পেয়ে যান।[][] ১৯৩৯ সালের জুলাই মাসে লিবিয়াতে তিনি জেনারেল ইউগেন মিতেলহাউজারের অধীনে কাজ করেন সার্জেন্ট পদে।[][] সাল্ভাত ১৯৪০ সালের ২২ জুন নাৎসি বাহিনীর জোর পূর্বক নিয়োগ প্রক্রিয়াকে প্রত্যাখ্যান করেন এবং ফিলিস্তিনে গিয়ে মুক্ত ফরাসী সৈন্যবাহিনীতে যোগদান করেন ক্যাপ্টেন রাফায়েল ফলিয়ট এর অধীনে।[]

কমিশনপ্রাপ্তি

[সম্পাদনা]

১৯৪৩ সালের ডিসেম্বরে তিনি লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন এবং সাথে সাথে 'কলোনিয়াল ম্যাডেল' লাভ করেন লিবিয়াতে সাহসিকতা প্রদর্শনের জন্য। তিনি কর্ণেল পদে ১৯৭৩ সালে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Le Compagnon de la Libération André Salvat est mort"La Croix। ফেব্রুয়ারি ১০, ২০১৭। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১০, ২০১৭ 
  2. "ANDRÉ SALVAT"Order of Liberation। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১০, ২০১৭