ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | আন্দ্রেই কিন্দ্রিশ | ||
জন্ম | ১২ জানুয়ারি ১৯৯৯ | ||
জন্ম স্থান | আপাহিদা, রোমানিয়া | ||
উচ্চতা | ১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | সান্তা ক্লারা | ||
জার্সি নম্বর | ১৫ | ||
যুব পর্যায় | |||
২০১১–২০১৩ | পেনিয়াস সারিনিয়েনা | ||
২০১৩–২০১৬ | উনিভের্সিতাত ক্লুজ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৬– | বোতোশান | ৮৫ | (৫) |
২০১৬–২০১৭ | → আকাদেমিকা ক্লিনচেন (ধার) | ৭ | (০) |
২০১৭–২০১৮ | → স্তিনৎসা মিরোস্লাভ (ধার) | ২৯ | (১) |
২০২১– | সান্তা ক্লারা | ০ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১৬–২০১৭ | রোমানিয়া অনূর্ধ্ব-১৭ | ৬ | (০) |
২০১৯–২০২১ | রোমানিয়া অনূর্ধ্ব-২১ | ৭ | (০) |
২০২১– | রোমানিয়া অনূর্ধ্ব-২৩ | ৩ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৫:৪৬, ৯ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৫:৪১, ৯ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
আন্দ্রেই কিন্দ্রিশ (রোমানীয়: Andrei Chindriș; জন্ম: ১২ জানুয়ারি ১৯৯৯) হলেন একজন রোমানীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে পর্তুগালের পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর প্রিমেইরা লিগার ক্লাব সান্তা ক্লারা এবং রোমানিয়া অনূর্ধ্ব-২৩ দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১] তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় এবং বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৬ সালে, কিন্দ্রিশ রোমানিয়া অনূর্ধ্ব-১৭ দলের হয়ে রোমানিয়ার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।
আন্দ্রেই কিন্দ্রিশ ১৯৯৯ সালের ১২ই জানুয়ারি তারিখে রোমানিয়ার আপাহিদায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
কিন্দ্রিশ জাপানে অনুষ্ঠিত ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য ২০২১ সালের জুলাই মাসে প্রকাশিত রোমানিয়া অনূর্ধ্ব-২৩ দলে স্থান পেয়েছেন।[২][৩]