আন্দ্রেই তার্কভ্স্কি | |
---|---|
জন্ম | আন্দ্রেই আরসেনিয়েভিচ তার্কভ্স্কি |
সমাধি | লিয়ার্স সিমেট্রি, সেন্ট-জেনেভিয়েভ-ডেস-বোইস, ফ্রান্স |
পেশা | চলচ্চিত্র পরিচালক |
কর্মজীবন | ১৯৫৮-১৯৮৬ |
দাম্পত্য সঙ্গী | ইরমা রাউশ (১৯৫৭-৭০) লরিসা কিজিলোভা (১৯৭০-৮৬) |
সন্তান | আর্সেনি তারকোভস্কি (১৯৬২) আন্দ্রেই তারকোভস্কি জুনিয়র (১৯৭০) |
পিতা-মাতা | আর্সেনি তারকোভস্কি মারিয়া বিশনিয়াকোভা |
আন্দ্রেই আরসেনিয়েভিচ তার্কভ্স্কি (রুশ: Андре́й Арсе́ньевич Тарко́вский) (৪ঠা এপ্রিল, ১৯৩২[১] – ২৯শে ডিসেম্বর, ১৯৮৬) প্রখ্যাত সোভিয়েত চলচ্চিত্র পরিচালক, লেখক এবং অপেরা পরিচালক।
তিনি সর্বকালের সেরা ১০০ জন চলচ্চিত্র পরিচালকের মধ্যে অন্যতম। সমালোচকদের কাছে ভূয়সী প্রশংসা অর্জন করেছেন।[২][৩] সর্বকালের অন্যতম সেরা পরিচালক ইংমার বারিমান বলেছেন, "আমার কাছে তার্কভ্স্কিই সেরা পরিচালক, তিনি এমন এক পরিচালক যিনি চলচ্চিত্রের নতুন ভাষা তৈরি করেছেন। এ এমন এক ভাষা যা চলচ্চিত্রের প্রকৃতির জন্য খুব উপযোগী। এই ভাষা জীবনকে প্রতিফলন এবং স্বপ্ন হিসেবে তুলে ধরে।" তার্কভ্স্কির করা সেরা সিনেমাগুলো হচ্ছে, আন্দ্রে রুবলেভ, সোলিয়ারিস এবং স্টকার।
পরিচালনার পাশাপাশি তার্কভ্স্কি চিত্রনাট্য রচনা, চলচ্চিত্রের তত্ত্ব প্রণয়ন এবং মঞ্চ পরিচালক হিসেবে সাফল্য অর্জন করেছেন। প্রায় সবগুলো সিনেমাই সোভিয়েত ইউনিয়নে নির্মাণ করেছেন। শুধু শেষ দুটি সিনেমা দেশের বাইরে করা। শেষ দুটি সিনেমা ইতালি ও সুইডেনে নির্মাণ করেছেন। তার চলচ্চিত্রের মূল বৈশিষ্ট্য ছিল খ্রিস্টীয় আধ্যাত্মিকতা ও অধিবিদ্যাগত চিন্তাধারা, অতি দীর্ঘ দৃশ্যায়ন, সাধারণ সিনেমার মত নাটকীয় গঠন বা কাহিনীর অভাব এবং মনে রাখার মতো চিত্রগ্রহণ।[৪][৫]
বছর | নাম | ইংরেজি নাম | প্রকৃত নাম | দেশ | দৈর্ঘ্য | মন্তব্য |
---|---|---|---|---|---|---|
১৯৫৬ | "দ্যা কিলারস" | The Killers | Убийцы | সোভিয়েত ইউনিয়ন | ১৯ মিনিট | ছাত্র থাকাকালীন |
১৯৫৯ | দেয়ার উইল বি নো লিভ টুদে | There Will be No Leave Today | Сегодня увольнения не будет | সোভিয়েত ইউনিয়ন | ৪৬ মিনিট | ছাত্র থাকাকালীন |
১৯৬১ | দ্য স্ট্রিমরোলার অ্যান্ড দ্য ভায়োলিন | The Steamroller and the Violin | Каток и скрипка | সোভিয়েত ইউনিয়ন | ৪৬ মিনিট | ছাত্র থাকাকালীন |
১৯৬২ | ইভান'স চাইল্ডহুড | Ivan's Childhood | Иваново детство | সোভিয়েত ইউনিয়ন | ৯৫ মিনিট | |
১৯৬৬ | অ্যান্দ্রেই রুবলভ | Andrei Rublev | Андрей Рублёв | সোভিয়েত ইউনিয়ন | ২০৫ মিনিট | |
১৯৭২ | সোলিয়ারিস | Solaris | Солярис | সোভিয়েত ইউনিয়ন | ১৬৬ মিনিট | |
১৯৭৫ | মিরর | Mirror | Зеркало | সোভিয়েত ইউনিয়ন | ১০৮ মিনিট | |
১৯৭৯ | স্টাকার | Stalker | Сталкер | সোভিয়েত ইউনিয়ন | ১৬১ মিনিট | |
১৯৮২ | ভয়েজ ইন টাইম | Voyage in Time | Tempo di Viaggio | ইতালি | ৬৩ মিনিট | প্রামাণ্য চিত্র |
১৯৮৩ | নস্টালজিয়া | Nostalghia | Nostalghia | ইতালি | ১২৫ মিনিট | |
১৯৮৬ | দ্য স্যাকরিফাইস | The Sacrifice | Offret | সুইডেন | ১৪৯ মিনিট |