আন্দ্রেয়া ট্রু | |
---|---|
প্রাথমিক তথ্য | |
জন্মনাম | আন্দ্রেয়া ম্যারী ট্রুডেন[১] (অন্যভাবে: Andreja Marija Truden)[২] |
জন্ম | Nashville, Tennessee, যুঃরাঃ | ২৬ জুলাই ১৯৪৩
মৃত্যু | ৭ নভেম্বর ২০১১ কিংস্টন, নিউইয়র্ক, (যুঃরাঃ) | (বয়স ৬৮)
ধরন | ডিস্কো |
পেশা | অভিনেত্রী, singer |
কার্যকাল | ১৯৭২–২০০৫ |
লেবেল | বুদ্ধাহ রেকর্ডস |
আন্দ্রেয়া ম্যারী ট্রুডেন[৩] (২৬ জুলাই, ১৯৪৩ – ০৭ নভেম্বর, ২০১১),[৩] তিনি আন্দ্রেয়া ট্রু নামেই অধিক পরিচিত। তিনি একজন মার্কিন নারী যৌন শিল্পী ও ডিস্কো জাতীয় গণের গায়িকা ছিলেন।[৪] প্রধানভাবে গৃহীত একটি নাম ছাড়াও তিনি আরও অন্যান্য স্টেজ নামেও পরিচিত, যেমন ইঙ্গার কিসিন, সিংগ লো, স্যন্ড্রা লিপস,[১] আন্দ্রেয়া ট্রাভাইজ, ও ক্যাথরিন ওয়ারেন ইত্যাদি।
তিনি ১৯৭৬ সালের ডিস্কো টোন মোর মোর, মোর-এর জন্য গায়িকা হিসেবে পরিচিতি পান। ঐ গানটি সেসময় ১০০ উৎকৃষ্ট গান-এর তালিকায় ৪র্থ স্থান পেয়েছিলো। [৫][৬]
আন্দ্রেয়া ম্যারী ট্রুডন ২৬ জুলাই, ১৯৪৩ সালে Nashville, Tennessee-এ জন্মগ্রহণ করেন,[৩] সেখানে তিনি সেন্ট সিসিলিয়া অ্যাকাডেমী ও পরে একটি ক্যাথলিক স্কুলে পড়াশোনা করেন।[৭]
আন্দ্রেয়া তার কিশোরী বয়সেই মূলধারার চলচ্চিত্রে অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে নিউইয়র্কে চলে আসে। সেসময় কয়াকটা মূলধারার চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেলেও তিনি সাফল্যলাভ করতে পারেননি। এভাবে চলার পর তাকে তার কোনো এক বন্ধু বয়সপ্রাপ্ত চলচ্চিত্রে কাজ করার পরামর্শ দেয়, তিনিও তাই করেন। তিনি ১৯৬০-এর দশকে প্রথম ক্যামেরার সম্মুখে নগ্ন হন। ১৯৭০ ও ১৯৮০র দশকের মাঝামাঝি সময়ে তিনি নিউইয়র্ক যৌন শিল্পের একজন নামকরা যৌন শিল্পী হিসেবে পরিচিতি লাভ করেন। একই সময়ের মধ্যে তিনি মূলধারার চলচ্চিত্রে অভিনয় সহ গানও গায় যেগুলির মোর মোর, মোর ইত্যাদি উল্লেখ্য। এছাড়া ২০০৫ সালে তিনি একটি ডকুমেন্টারি চলচ্চিত্র Inside Deep Throat তেও অভিনয় করেন।[৮]
২০১১ সালের ০৭ই নভেম্বর তারিখে তিনি কিংস্টন, নিউইয়র্কের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তার বয়স ৬৮ বছর হয়েছিল। তার মৃত্যুর কারণ হিসেবে বলা হয় যে তিনি হার্ট ফেল হওয়ার ফলে মরেছিলেন।[৩][৯]
সাল | এলবাম | ইউ.এস. ব্লাক |
U.S. | রেকর্ড লেভেল |
---|---|---|---|---|
১৯৭৬ | More, More, More | 49 | 47 | বুদ্ধা রেকর্ডস |
১৯৭৭ | White Witch | — | — | |
১৯৭৯ | War Machine (Europe only) | — | — | Ricordi International |
সাল | সিঙ্গেল | Peak chart positions | B-Side | এলবাম | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|
US [১০] |
US Black [১০] |
US Club [১০] |
US Disco [১০] |
CAN | UK [১১] | ||||
১৯৭৬ | "Call Me" | — | — | — | 5 | — | — | "Party Line" (A-side) | More, More, More |
"Keep It Up Longer" | — | — | — | 5 | — | — | "N.Y., You Got Me Dancing" (A-side) | ||
"More, More, More" | 4 | 23 | 2 | 1 | 1 | 5 | "More, More, More (Pt. II)" | ||
"Party Line/Fill Me Up/Call Me" | — | — | 9 | — | — | — | |||
"Party Line" | 80 | 95 | 4 | — | — | — | "Call Me" | ||
১৯৭৭ | "N.Y., You Got Me Dancing" | 27 | — | 4 | — | 89 | — | "Keep It Up Longer" | White Witch |
"What's Your Name, What's Your Number" | 56 | — | 9 | — | — | 34 | "Fill Me Up (Heart To Heart)" | ||
১৯৮০ | "War Machine" | — | — | — | — | — | — | "The Unkindest Cut" | War Machine |
"Make My Music For Me" | — | — | — | — | — | — | "Whatever Happened To Love" | ||
১৯৯৫ | "Lovin' You" (Black Cat Mix I & II) | — | — | — | — | — | — | "Lovin' You" (Fat Rat Mix & Acidiji Mix) | non album |
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)