আন্দ্রেস ক্রুসিয়ানি

আন্দ্রেস ক্রুসিয়ানি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানি
জন্ম (1962-07-14) ১৪ জুলাই ১৯৬২ (বয়স ৬২)
জন্ম স্থান বাহিয়া ব্লাঙ্কা, আর্জেন্টিনা
উচ্চতা ১.৮২ মিটার (৫ ফুট ১১+ ইঞ্চি)
মাঠে অবস্থান ডিফেন্ডার
ক্লাবের তথ্য
বর্তমান দল
আবাহনী লিমিটেড ঢাকা (প্রধান কোচ)
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৭৩–১৯৭৮ জুভেন্টাদ ৭১ (৩)
১৯৭৯ সারমিয়েন্তো ২১ (৪)
১৯৮০ বেলা ভিস্তা ১৯ (১)
১৯৮১–১৯৮২ এস্তুদিয়ান্তেস ৪২ (১)
১৯৮৩–১৯৮৫ ক্লাব সিপোলেত্তি ৪৯ (৩)
জাতীয় দল
১৯৮১ আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ (০)
পরিচালিত দল
১৯৯৫ ব্যানফিল্ড (সহকারী কোচ)
১৯৯৬–১৯৯৭ ইন্দিপেন্দিয়েন্তে (সহকারী কোচ)
১৯৯৮ সেন্টেনারিও
১৯৯৮ ক্লাব রেনাতো সিজারিনি (ট্যাকটিকস কোচ)
১৯৯৯ সিএ লানুস (যুব কোচ)
২০০০ ইন্দিপেন্দিয়েন্তে (সহকারী কোচ)
২০০১ টাম্পা বে বিদ্রোহ (টেকনিক্যাল কোচ)
২০০১–২০০২ ক্লাব সিপোলেত্তি
২০০২–২০০৩ হাইতি
২০০৪–২০০৫ সেন্টেনারিও
২০০৫–২০০৬ বাংলাদেশ
২০০৬ বাংলাদেশ অনূর্ধ্ব-২৩
২০০৬–২০০৭ আবাহনী লিমিটেড ঢাকা
২০০৯–২০১১ মালদ্বীপ
২০২১–২০২২ সাইফ স্পোর্টিং ক্লাব
২০২৩– আবাহনী লিমিটেড ঢাকা
অর্জন ও সম্মাননা
পুরুষদের ফুটবল
 বাংলাদেশ-এর প্রতিনিধিত্বকারী (ম্যানেজার হিসেবে)
সাফ চ্যাম্পিয়নশিপ
রানার-আপ ২০০৫ পাকিস্তান
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানি (জন্ম ১৪ জুলাই ১৯৬২ বাহিয়া ব্লাঙ্কায়) একজন আর্জেন্টিনার ফুটবল কোচ যিনি বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্লাব আবাহনী লিমিটেড ঢাকার প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন।

কর্মজীবন

[সম্পাদনা]

১৯৮৫ সালের গ্রীষ্মে হাঁটুর ইনজুরির কারণে অবসর নেওয়ার আগে এই ডিফেন্ডার তার ক্যারিয়ারে জুভেন্টাদ, সারমিয়েন্তো, বেলা ভিস্তা, এস্তুদিয়ান্তেস এবং ক্লাব সিপোলেত্তির হয়ে খেলেছিলেন।

আন্তর্জাতিক ক্যারিয়ার

[সম্পাদনা]

ক্রুসিয়ানি ১৯৮১ সালে আর্জেন্টিনা জাতীয় অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সদস্য ছিলেন।


কোচিং ক্যারিয়ার

[সম্পাদনা]

তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ ছিলেন, তার নির্দেশনায় দলটি সাবলীলভাবে উন্নতি করেছে এবং ২০০৫ সালের সাফ চ্যাম্পিয়নশিপের রানার্স–আপ হয়েছে।[] ২০০৬ সালে কলম্বোয় অনুষ্ঠিত দক্ষিণ এশীয় গেমসে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্বও পালন করেছিলেন।[]

পদ ছাড়ার পর বি লিগ কোচিং করিয়ে বাংলাদেশে ক্যারিয়ার অব্যাহত রাখেন ক্রুসিয়ানি। ২০০৭ সালের আবাহনী লিমিটেড ঢাকার কোচ হিসেবে দায়িত্বও পালন করেছিলেন।[] তার সময়ে ক্রুসিয়ানি তিনজন আর্জেন্টাইন খেলোয়াড়কে ক্লাবে এনেছিলেন।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Total Sports - Andrés Cruciani ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ফেব্রুয়ারি ২২, ২০০৮ তারিখে
  2. "Bangladesh await revamped Afghans"archive.thedailystar.net। ১৬ আগস্ট ২০০৬। 
  3. News item - Andrés Cruciani ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত নভেম্বর ৪, ২০০৭ তারিখে
  4. Andrés Cruciani at BanglaFootball.net
  5. DCY Sport - Diego Andrés Cruciani ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত মার্চ ৫, ২০১২ তারিখে