আপোলিমা তাই হল সামোয়ার আপোলিমা এর ছোট আগ্নেয় দ্বীপের একটি গ্রাম, উত্তর দিকে রাজনৈতিক জেলার আইগা-ই-লে-তাই।[১] এর জনসংখ্যা ৯৬।[২] অ্যাপোলিমা দ্বীপটি সামোয়ানের দুটি প্রধান দ্বীপ, উপোলু এবং সাভাইয়ের মধ্যবর্তী অ্যাপলিমা প্রণালীর তিনটির মধ্যে একটি। অন্যগুলো হল মানোনো, যার চারটি গ্রাম এবং জনবসতিহীন নুউলোপা।