আপোল্লোফানেস সোতের | |
---|---|
ইন্দো-গ্রিক রাজা | |
রাজত্ব | ৩৫-২৫ খ্রিস্টপূর্বাব্দ |
পূর্বসূরি | দ্বিতীয় জোইলোস সোতের |
উত্তরসূরি | দ্বিতীয় স্ত্রাতোন সোতের |
আপোল্লোফানেস সোতের (গ্রিক: Ἀπολλοφάνης ὁ Σωτήρ) একজন ইন্দো-গ্রিক রাজা ছিলেন, যিনি আনুমানিক ৩৫ খ্রিস্টপূর্বাব্দ হতে ২৫ খ্রিস্টপূর্বাব্দ পর্য্যন্ত পূর্ব পাঞ্জাব অঞ্চল শাসন করেন।[১]
আপোল্লোফানেস সোতেরের নামাঙ্কিত দ্বিভাষী রৌপ্য মুদ্রাগুলির এক পিঠে হেলমেট পরিহিত নিজের প্রতিকৃতি এবং অপর পিঠে আথেনার চিত্র রয়েছে। মুদ্রাগুলির এক পিঠে গ্রিক লিপিতে বাসিলেওস সোতেরোস আপোল্লোফানোউ এবং অপর পিঠে খরোষ্ঠী লিপিতে মহারাজস ত্রাতারস অপলবিনাস কথাটি উৎকীর্ণ রয়েছে।
আপোল্লোফানেস সোতের
| ||
রাজত্বকাল শিরোনাম | ||
---|---|---|
পূর্বসূরী দ্বিতীয় জোইলোস সোতের |
ইন্দো-গ্রিক শাসক (পূর্ব পাঞ্জাব) ৩৫-২৫ খ্রিস্টপূর্বাব্দ |
উত্তরসূরী দ্বিতীয় স্ত্রাতোন সোতের |