ডাকনাম | খুরাসানের সিংহ | |||
---|---|---|---|---|
অ্যাসোসিয়েশন | আফগানিস্তান ফুটবল ফেডারেশন | |||
কনফেডারেশন | এএফসি (এশিয়া) | |||
মাঠ | গাজী স্টেডিয়াম | |||
ফিফা কোড | AFG | |||
ওয়েবসাইট | aff | |||
| ||||
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ | ||||
অংশগ্রহণ | ৩ (১৯৭৫-এ প্রথম) | |||
সেরা সাফল্য | কোয়ার্টার-ফাইনাল (১৯৭৭) |
আফগানিস্তান জাতীয় অনূর্ধ্ব-২০ ফুটবল দল (আরবি: منتخب أفغانستان تحت 20 سنة لكرة القدم, ইংরেজি: Afghanistan national under-20 football team; যা আফগানিস্তান অনূর্ধ্ব-২০ নামেও পরিচিত) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে আফগানিস্তানের প্রতিনিধিত্বকারী পুরুষদের অনূর্ধ্ব-২০ দল, যার সকল কার্যক্রম আফগানিস্তানের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আফগানিস্তান ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়।[১]
১২,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট গাজী স্টেডিয়ামে খুরাসানের সিংহ নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে।[২][৩] এই দলের প্রধান কার্যালয় আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত।
আফগানিস্তান অনূর্ধ্ব-২০ এপর্যন্ত একবারও ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে আফগানিস্তান অনূর্ধ্ব-২০ এপর্যন্ত ৩ বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ১৯৭৭ এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের কোয়ার্টার-ফাইনালে পৌঁছানো, যেখানে তারা ইরাক অনূর্ধ্ব-২০ দলের কাছে ১–৫ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।
সামির সমন্দরি, মুজতবা মজিদি, আব্দুল মুসাউইর আত্তাই, নেমাতুল্লাহ করিমি এবং ফারশিদ আহমেদ হায়দারির মতো খেলোয়াড়গণ আফগানিস্তান অনূর্ধ্ব-২০ দলের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো |
১৯৭৭ | প্রতিষ্ঠিত হয়নি | |||||||
১৯৭৯ | ||||||||
১৯৮১ | ||||||||
১৯৮৩ | ||||||||
১৯৮৫ | ||||||||
১৯৮৭ | ||||||||
১৯৮৯ | ||||||||
১৯৯১ | ||||||||
১৯৯৩ | ||||||||
১৯৯৫ | ||||||||
১৯৯৭ | ||||||||
১৯৯৯ | ||||||||
২০০১ | ||||||||
২০০৩ | ||||||||
২০০৫ | ||||||||
২০০৭ | ||||||||
২০০৯ | ||||||||
২০১১ | ||||||||
২০১৩ | ||||||||
২০১৫ | ||||||||
২০১৭ | ||||||||
২০১৯ | ||||||||
|
কোভিড-১৯ মহামারীর কারণে বাতিল[৪] | |||||||
২০২৩ | অনির্ধারিত | |||||||
মোট | ০/২২ |