আফগানিস্তান প্রিমিয়ার লিগ বা এপিএল (Apl) হল আফগানিস্তানের একটি পেশাদার টুয়েন্টি ২০ ক্রিকেট লিগ প্রতিযোগিতা। লিগটি গুলবাহার আফগানিস্তান প্রিমিয়ার লিগ নামেও পরিচিত। বাৎসরিক অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় আফগানিস্তানের বিভিন্ন শহরের ৫টি ফ্রাঞ্চাইজি দল অংশগ্রহণ করে। লিগ প্রতিযোগিতাটি আফগানিস্তান ক্রিকেট বোর্ড কর্তৃক সংযুক্ত আরব আমিরাতে পরিচালিত হয়।[১] লিগটির প্রথম সংস্করণ ২০১৮ সালের ৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। [২] ২০১৮ সালের আগস্ট মাসে আইসিসি এই টুর্নামেন্টের অনুমোদন দেয়।[৩]
আফগানিস্তান প্রিমিয়ার লিগের দলগুলোর অবস্থান
|
|
|
---|
বর্তমান | এশিয়া | |
---|
ওশেনিয়া | |
---|
ইউরোপ |
- ফ্রেন্ডস লাইফ টি২০(ইংল্যান্ড এবং ওয়েলস)
- ইনসিঙ্গার দে বুফরট টুয়েন্টি২০ কাপ (নেদারল্যান্ড)
|
---|
আফ্রিকা | |
---|
আমেরিকা | |
---|
|
---|
বিলুপ্ত | |
---|