আফ্রিকানিউজ | |
---|---|
![]() | |
উদ্বোধন | ২০ এপ্রিল ২০১৬ |
মালিকানা | ইউরোনিউজ |
চিত্রের বিন্যাস | এইচডিটিভি |
দেশ | কঙ্গো প্রজাতন্ত্র |
ভাষা | ইংরেজি ও ফরাসি |
প্রধান কার্যালয় | পোয়াঁত-নোয়ার |
ওয়েবসাইট | www |
আফ্রিকানিউজ হলো ফ্রান্সের একটি বহুভাষীক টেলিভিশন নেটওয়ার্ক। এটির সদরদপ্তর পূর্বে কঙ্গো প্রজাতন্ত্রে ছিল। তবে করোনাভাইরাস মহামারি চলাকালে অর্থনৈতিক সংকটের কারণে এটি ফ্রান্সে স্থানান্তরিত হয়। চ্যানেলটি ২০১৬ সালের ২০ এপ্রিল চালু হয়।[১][২][২]
এটি এর ভগিনী চ্যানেল ইউরোনিউজের মতো প্রতি ঘন্টায় সংবাদ তথ্যচিত্র ও আবহাওয়ার সর্বশেষ প্রচার করে।
বর্তমানে চ্যানেলটি ইংরেজি ও ফরাসি ভাষায় সম্প্রচারিত হয়। ভবিষ্যতে এটির আরো কিছু ভাষার চ্যানেল চালুর পরিকল্পনা রয়েছে।[৩]