আবদ-আল-বাকী আল-জুরকানি | |
---|---|
জন্ম | ১০২০ হিজরি / ১৬১১ খ্রিস্টাব্দ[১] |
মৃত্যু | ১০৯৯ হিজরি / ১৬৮৮ খ্রিস্টাব্দ[১] |
যুগ | মধ্যযুগ |
আবদ আল-বাকী আল-জুরকানি (১৬১১–১৬৮৮) মিশরের একজন ইসলামী পণ্ডিত ছিলেন, তিনি আল-আজহারের সাথে যুক্ত ছিলেন। তার পুরো নাম ছিল আবদ আল-বাকী ইবনে ইউসুফ ইবনে আহমদ ইবনে মুহাম্মদ ইবনে উলওয়ান আল জুরকানি।[১] তিনি মুহাম্মদ আল-জুরকানির বাবা এবং আল-জুন্দির মুখতাসার-এর ব্যাখ্যাকারক ছিলেন, যেটি আবার আল-বান্নানি (১১১৩-১১৯৪/১৭০১-১৭৮০) দ্বারা আল-ফাতহ আল-রাব্বানি নামে টীকাযুক্ত রয়েছে।