আবদাল হাকিম মুরাদ | |
---|---|
Abdal Hakim Murad | |
অন্য নাম | টিমথি উইন্টার |
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | টিমথি উইন্টার ১৯৬০ (বয়স ৬৩–৬৪) |
ধর্ম | ইসলাম |
জাতীয়তা | ব্রিটিশ |
আদি নিবাস | লন্ডন, ইংল্যান্ড, যুক্তরাজ্য |
আখ্যা | সুন্নি[১] |
ব্যবহারশাস্ত্র | মালিকি |
ধর্মীয় মতবিশ্বাস | আশআরি |
আন্দোলন | ইসলামি নব্য-ঐতিহ্যবাদ[২] |
শিক্ষা | ইসলামিক স্টাডিজ আরবি ফার্সি তুর্কি |
অন্য নাম | টিমথি উইন্টার |
পেশা | অধ্যাপক ইসলামি পণ্ডিত লেখক অনুবাদক |
এর প্রতিষ্ঠাতা | ক্যামব্রিজ মুসলিম কলেজ |
মুসলিম নেতা | |
পেশা | অধ্যাপক ইসলামি পণ্ডিত লেখক অনুবাদক |
ওয়েবসাইট | www |
আবদাল হাকিম মুরাদ (আরবি: عبد الحكيم مراد; জন্ম ১৯৬০; জন্মনাম: টিমথি উইন্টার) হলেন একজন ইংরেজ অ্যাকাডেমিক, ধর্মতাত্ত্বিক ও ইসলামি পণ্ডিত।[৫][৬] তিনি কালাম, ইসলাম ও আধুনিকতা এবং ইঙ্গ-মুসলিম সম্পর্ক নিয়ে কাজ করে থাকেন।[৭][৮] তিনি অসংখ্য ইসলামি গ্রন্থ ইংরেজিতে অনুবাদ করেছেন এবং কোরআনীয় আরবি ভাষার উপর তাঁর অসামান্য দখল রয়েছে। তাঁকে ইসলামি নব্য-ঐতিহ্যবাদী চিন্তাধারার অন্যতম প্রবক্তা গণ্য করা হয়।
শেখ আবদাল হাকিম মুরাদ ক্যামব্রিজ মুসলিম কলেজের প্রতিষ্ঠাতা, অধ্যাপক ও অনুষদপ্রধান,[৯] ইব্রাহীম কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক,[১০] ওল্ফসন কলেজেত ধর্মতত্ত্ব ও ধর্মীয় অধ্যয়ন বিভাগের পরিচালক[১১][১২] এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ডিভিনিটি অনুষদের ইসলামিক স্টাডিজের প্রভাষক।[১৩][১৪][১৫]