ব্যক্তিগত তথ্য | |
---|---|
জন্ম | ৩ জানুয়ারি ১৯৮০ |
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি |
বোলিংয়ের ধরন | বামহাতি মিডিয়াম-ফাস্ট |
ঘরোয়া দলের তথ্য | |
বছর | দল |
২০২০ | কাবুল ঈগলস |
উৎস: ক্রিকইনফো, ১৩ সেপ্টেম্বর ২০২০ |
আবদুল লতিফ আইয়ুবী (জন্ম: ৩ জানুয়ারি ১৯৮০) একজন আফগান ক্রিকেটার এবং কাবুল ঈগলস নামক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলের মালিক।[১] তিনি মিডিয়াম-ফাস্ট বোলিং করে থাকেন।[২] তিনি ৪০ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষিক্ত হন।[৩]
২০২০ সালের ১৩ সেপ্টেম্বর ২০২০ স্পাগিজা ক্রিকেট লিগে স্পিন গর টাইগার্সের বিপক্ষে কাবুল ঈগলসের হয়ে তিনি তার অভিষেক ম্যাচটি খেলেন।[৪] এ ম্যাচে তিনি ব্যাট না করলেও এক ওভার বল করেছেন এবং সেই ওভারে দিয়েছেন ১৬ রান।[৫] ম্যাচে তার দল–কাবুল ঈগলস ৬ উইকেটে জয়লাভ করে।[৬]
দলের স্কোয়াডে না থাকা সত্ত্বেও তিনি উক্ত ম্যাচে অংশগ্রহণ করেন; যা পরবর্তীতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নজরে আসে।[৭] এছাড়াও, ম্যাচ শেষে আইয়ুবী একজন ধারাভাষ্যকারের সাথে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন।[৮] ফলে, এসিবি'র শৃঙ্খলা বিধির ৯ম ও ১৮তম ধারা লঙ্ঘনের দায়ে তাকে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে নিষিদ্ধ করা হয়।[৯] এর পাশাপাশি আফগান ক্রিকেট বোর্ড তাকে ৩০,০০০ আফগানি জরিমানা করে।[১০] অনেকে মন্তব্য করেছেন যে, কাবুল ঈগলসের অধিনায়ক রহমানুল্লাহ গুরবাজ আইয়ুবীর আত্মীয়।[১১]