আবদুল্লাহ বিন হামাদ আল থানি | |
---|---|
কাতারের ডেপুটি আমির | |
কাজের মেয়াদ | নভেম্বর ২০১৪ - বর্তমান |
আমির | তামিম বিন হামাদ আল থানি |
জন্ম | দোহা, কাতার | ৯ ফেব্রুয়ারি ১৯৮৮
রাজবংশ | থানি |
পিতা | হামাদ বিন খলিফা আল থানি |
মাতা | নূরা বিনতে খালিদ আল থানি |
শেখ আব্দুল্লাহ এর রীতি | |
---|---|
উদ্ধৃতিকরণের রীতি | হিজ হাইনেস |
কথ্যরীতি | ইউর হাইনেস |
বিকল্প রীতি | শেখ |
আব্দুল্লাহ বিন হামাদ বিন খলিফা আল থানি (আরবি: عبد الله بن حمد آل ثاني ; জন্ম ৯ ফেব্রুয়ারি ১৯৮৮ দোহাতে)[১] তিনি কাতার রাজ্যের ডেপুটি আমির এবং কাতারের আমিরের অনানুষ্ঠানিক উত্তরাধিকারী।
শেখ আবদুল্লাহ কাতারের সাবেক আমির হামাদ বিন খলিফা আল থানি এবং তার প্রথম চাচাতো বোন শেখা নুরা বিনতে খালিদ আল থানির ছেলে। তিনি ২০১০ সালে জর্জটাউন বিশ্ববিদ্যালয় থেকে ফরেন সার্ভিসে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন।[২][৩] ১১ নভেম্বর ২০১৪-এ, তামিম বিন হামাদ আল থানি আবদুল্লাহকে ডেপুটি আমির পদে নিযুক্ত করে অনানুষ্ঠানিকভাবে তাকে কাতারের সিংহাসনের উত্তরাধিকারী করেন। আমির তামিম একদিন তার নিজের ছেলেদের একজনকে ক্রাউন প্রিন্স হিসেবে নিয়োগ দেবেন বলে আশা করা হচ্ছে।[১]
২০১৮ সাল থেকে তিনি কাতারএনার্জির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান।[৪][৫][৬]
শেখ আবদুল্লাহ বিন হামাদ কাতার বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রিজেন্টসের চেয়ারম্যান।[৭][৮]
তিনি সুপ্রিম কাউন্সিল ফর ইকোনমিক অ্যাফেয়ার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ভাইস-চেয়ারম্যান।[৯][১০]
৮. হামাদ বিন আবদুল্লাহ আল থানি | |||||||||||||||
৪. খলিফা বিন হামাদ আল থানি | |||||||||||||||
৯. মারিয়াম বিনতে আবদুল্লাহ বিন আলী আল আতিয়াহ | |||||||||||||||
২. হামাদ বিন খলিফা আল থানি | |||||||||||||||
১০. হামাদ আল আতিয়াহ | |||||||||||||||
৫. আয়েশা বিনতে হামাদ আল আতিয়াহ | |||||||||||||||
১. আবদুল্লাহ বিন হামাদ আল থানি | |||||||||||||||
১২. হামাদ বিন আবদুল্লাহ আল থানি | |||||||||||||||
৬. খালিদ বিন হামাদ আল থানি | |||||||||||||||
১৩. সারাহ বিনতে মোহাম্মদ বিন জসিম আল থানি | |||||||||||||||
৩. নূরা বিনতে খালিদ আল থানি | |||||||||||||||
১৪. জসিম বিন আলী বিন আব্দুল্লাহ আল থানি | |||||||||||||||
৭. মারিয়াম বিনতে জসিম বিন আলী আল থানি | |||||||||||||||