আবু আল-খাসিব জেলা قضاء أبي الخصيب | |
---|---|
জেলা | |
স্থানাঙ্ক: ৩০°১৫′০″ উত্তর ৪৮°৬′০″ পূর্ব / ৩০.২৫০০০° উত্তর ৪৮.১০০০০° পূর্ব | |
দেশ | ইরাক |
প্রদেশ | বাসরা প্রদেশ |
আসন | আবু আল-খাসিব |
জনসংখ্যা (২০১৮) | |
• মোট | ২,২৩,৬৭৫ |
সময় অঞ্চল | AST (ইউটিসি+৩) |
আবু আল-খাসিব জেলা হলো ইরাকের বাসরা প্রদেশের একটি জেলা। এর কেন্দ্র হল আবু আল-খাসিব শহর। এর নামের উৎস হলো আবু আল-খাসিব খাল। আবু আল-খাসিব খালটি ৮ম শতকের আব্বাসীয় খলিফার এক প্রশাসক আবু আল-খাসিব মারজুকের নামে খনন করা হয়েছিল।[১] এর টাইমজোন হলো ইউটিসি +৩। ২০১৮ সালে এর জনসংখ্যা ছিল ২,২৩,৬৭৫ জন।