ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | বাবাইয়ুরে আবু বকর সাওয়াদুগু | ||
জন্ম | ১০ আগস্ট ১৯৮৯ | ||
জন্ম স্থান | বোবো দিউলাসো, বুর্কিনা ফাসো | ||
উচ্চতা | ১.৯২ মিটার (৬ ফুট ৩+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | দুয়ানেস | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৪–২০১৮ | কাদিওগো | ||
২০১৮–২০১৯ | আল নুজুম | ||
২০১৯– | দুয়ানেস | ||
জাতীয় দল‡ | |||
২০১৭– | বুর্কিনা ফাসো | ১৭ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৫:০৫, ৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৫:০৫, ৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
বাবাইয়ুরে আবু বকর সাওয়াদুগু (আরবি: أبو بكر ساوادوغو; ১০ আগস্ট ১৯৮৯; আবু বকর সাওয়াদুগু নামে সুপরিচিত) হলেন একজন বুর্কিনাবি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে বুর্কিনাবি ক্লাব দুয়ানেস এবং বুর্কিনা ফাসো জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।
২০১৪–১৫ মৌসুমে, বুর্কিনাবি ক্লাব কাদিওগোর হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; কাদিওগোর হয়ে চার মৌসুম অতিবাহিত করার পর ২০১৮–১৯ মৌসুমে তিনি আল নুজুমে যোগদান করেছেন।[১] ২০১৯–২০ মৌসুমে, তিনি আল নুজুম হতে বুর্কিনাবি ক্লাব দুয়ানেসে যোগদান করেছেন।
সাওয়াদুগু ২০১৭ সালে বুর্কিনা ফাসোর হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; বুর্কিনা ফাসোর জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৭ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
বাবাইয়ুরে আবু বকর সাওয়াদুগু ১৯৮৯ সালের ১০ই আগস্ট তারিখে বুর্কিনা ফাসোর বোবো দিউলাসোতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
২০১৭ সালের ৪ঠা মে তারিখে, ২৭ বছর, ৮ মাস ও ২৪ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী সাওয়াদুগু বেনিনের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বুর্কিনা ফাসোর হয়ে অভিষেক করেছেন।[২] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন; ম্যাচে তিনি ২৩ নম্বর জার্সি পরিধান করে খেলেছিলেন।[৩] ম্যাচটি ১–১ গোলে ড্র করেছিল।[৪] বুর্কিনা ফাসোর হয়ে অভিষেকের বছরে সাওয়াদুগু সর্বমোট ৫ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
সাওয়াদুগু ক্যামেরুনে অনুষ্ঠিত ২০২১ আফ্রিকা কাপ অব নেশন্সের জন্য ২০২১ সালের ২৪শে ডিসেম্বর তারিখে ঘোষিত বুর্কিনা ফাসো দলে স্থান পেয়েছেন।[৫][৬][৭][৮]
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
বুর্কিনা ফাসো | ২০১৭ | ৫ | ০ |
২০১৮ | ৩ | ০ | |
২০১৯ | ৪ | ০ | |
২০২০ | ২ | ০ | |
২০২১ | ৩ | ০ | |
২০২২ | ০ | ০ | |
সর্বমোট | ১৭ | ০ |