আবু মনসুর আল-বাগদাদী | |
---|---|
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | আনু. ৯৮০ |
মৃত্যু | ১০৩৭ (৪২৯ হিজরি)[১] (বয়স আনু. ৫৬-৫৭) এসফারেন[১] |
ধর্ম | ইসলাম |
আখ্যা | সুন্নী |
ব্যবহারশাস্ত্র | শাফিঈ[১] |
ধর্মীয় মতবিশ্বাস | Ash'ari[২][৩] |
কাজ | গণিতবিদ |
আবু মনসুর আবেদ আল-কাহির ইবনে তাহির বিন মুহাম্মদ বিন আবেদ আল্লাহ আল-শাফিঈ আল-বাগদাদী (আরবী: أبو منصور عبدالقاهر ابن طاهر بن محمد بن عبدالله التميمي الشافعي البغدادي) ছিলেন একজন আরব শাফিঈ পণ্ডিত ও গণিতবিদ যিনি উসুল আল ফিকহ এবং হেরেসিওলজি শাখায়ও পরদর্শী ছিলেন।[৪]
আল-বাগদাদী ইরাকের বাগদাদে জন্মগ্রহণ করেন এবং এ শহরেই শৈশব কাটান।[৫] তিনি আরবের বনু তামীম গোত্রের লোক ছিলেন।[৪] তিনি নিশাপুর থেকে শিক্ষা লাভ করেন এবং ১৭টি বিষয়ে জ্ঞান অর্জন করেন। বিষয়সমূহের মধ্যে উল্লেখযোগ্য হল, আইন, পাটিগণিত, উত্তরাধিকার আইন এবং ধর্মতত্ত্বসহ প্রভৃতি।[১] বৃহত্তর খোরাসানের অধিকাংশ পণ্ডিত তার ছাত্র ছিলেন। ইতিহাসবিদ ইবনে সাকির উল্লেখ করেন যে, আবু মনসুর ইমাম আল-আনসারীর সহচরদের সাথে চলাফেরা করতেন এবং সেখান থেকে জ্ঞান লাভ করেন।[৬]
আল-বাগদাদী বেশ কিছু গ্রন্থ লিখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল ‘উসুল আল-দ্বীন’। এই গ্রন্থে সৃষ্টি, স্রষ্টা, প্রকৃতি ও সবকিছু কীভাবে পরিচালিত হয় তার উপর বিস্তারিত আলোচনা রয়েছে। অপর একটি গ্রন্থ হল ‘আল ফারাক বায়েন আল-ফিরাক’ যেখানে বিভিন্ন হাদিসের ব্যাখ্যা ও ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন বিষয় বিচার করা হয়েছে।[১] দুটি গ্রন্থেই সুন্নি ইসলামের বিশ্বাসের উপর ভিত্তি করে বিস্তর বর্ণনা রয়েছে।[৫]
এছাড়াও তিনি ‘আল-তাকমীলা ফিল-হিসাব’ নামে গ্রন্থ রচনা করেন যেখানে সংখ্যাতত্ত্বে ফলাফল এবং আল খোয়ারিজমির কর্মের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়েছে। গ্রন্থটি হারিয়ে গিয়েছে।