আবু সাঈদ এম আহমেদ

আবু সাঈদ এম আহমেদ
আবু সাঈদ এম আহমেদ
জন্ম
জাতীয়তাবাংলাদেশী
মাতৃশিক্ষায়তনবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
কার্লসরুহেল ইউনিভার্সিটি অফ টেকনোলজি
স্থাপত্য প্রতিষ্ঠানইসিবিএল
আর্কিটেক্ট ক্লেইন অ্যান্ড পার্টনার
ভবনসমুহনগর ভবন
ঢাকা ক্যান্টনমেন্টের সেন্ট্রাল লাইব্রেরী
ঢাকা ক্যান্টনমেন্টের সেন্ট্রাল মসজিদ
উল্লেখযোগ্য প্রকল্পসমূহবীরশ্রেষ্ঠ মতিউর রহমান একাডেমি
বাংলাদেশ এয়ার ফোর্স একাডেমি

আবু সাঈদ এম আহমেদ একজন বাংলাদেশী স্থপতি। তার উল্লেখযোগ্য স্থাপনা হল ঢাকার নগর ভবন এবং যশোরের বাংলাদেশ এয়ার ফোর্স একাডেমি। তিনি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট এর ২১তম কাউন্সিলের সভাপতি ছিলেন[]। বর্তমানে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক এর স্থাপত্য বিভাগের প্রধান তিনি ।[]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

আবু সাঈদ বাংলাদেশের কুমিল্লা জেলার আগ্রায় জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুর রশীদ ছিলেন কুমিল্লা শহীদ শামসুল হক পলিটেকনিক্যাল কলেজের অধ্যক্ষ এবং মাতা হেলেনা বেগম একজন গৃহিনী। পাঁচ ভাইবোনের মধ্যে আবু সাঈদ চতুর্থ। স্কুলে পড়াকালীন তিনি টেকনিক্যাল ড্রইংয়ে বেশ আগ্রহী ছিলেন এবং বিভিন্ন মডেল ও ঈদ কার্ড বানাতেন। এছাড়া তিনি স্কাউটিং এর সাথেও জড়িত ছিলেন।[]

আবু সাঈদ ১৯৭৪ সালে কুমিল্লা জেলা স্কুল থেকে এসএসসি এবং ১৯৭৬ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি পাস করে। পরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এ স্থাপত্য বিভাগে ভর্তি হন। ১৯৮৩ সালে তিনি সেখান থেকে ব্যাচেলর অফ আর্কিটেকচার ডিগ্রি অর্জন করেন। চার বছর ইসিবিএল কনসালটেন্সি ফার্মে চাকরির পর তিনি মাস্টার্স করতে জার্মানি চলে যান। সেখানে তিনি কার্লসরুহেল ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে ১৯৯১ সালে অনার্স পাস করেন এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে মাস্টার্স পাস করেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

১৯৯১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত তিনি কার্লসরুহেল ইউনিভার্সিটির গবেষণা সহকারী হিসেবে কর্মরত ছিলেন। এই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করে ১৯৯৭ সালে দেশে ফিরে তিনি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক এ সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন।[] বর্তমানে তিনি এই বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের প্রধান।[]

স্থাপনা

[সম্পাদনা]
  • জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়
  • নগর ভবন, ফুলবাড়িয়া, ঢাকা
  • বাংলাদেশ এয়ার ফোর্স একাডেমি, যশোর
  • ঢাকা ক্লাবের গেস্ট হাউস, ঢাকা
  • ঢাকা ক্যান্টনমেন্টের সেন্ট্রাল লাইব্রেরী
  • ঢাকা ক্যান্টনমেন্টের সেন্ট্রাল মসজিদ
  • বিএএফ এর জিমনেশিয়ান, যশোর
  • ইসিবিএল এর অফিস বিল্ডিং, বকশিবাজার, ঢাকা
  • ফায়ার ব্রীজ স্টেশন, ফরচিয়েম, জার্মানি
  • রেসিডেন্স বিল্ডিং, দুরলেচ, জার্মানি[]

প্রকাশিত গ্রন্থ

[সম্পাদনা]
  • The Choto Sona Mosque-an Example of Early Islamic Architecture in Bengal (ছোট সোনা মসজিদ - বাংলায় ইসলামী স্থাপত্যের শুরুর দিকের উদাহরণ, ১৯৯৭; জার্মানি)
  • Mosque Architecture in Bangladesh (বাংলাদেশে মসজিদের স্থাপত্য, ২০০৬; ঢাকা)[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "আইএবির সভাপতি আবু সাঈদ, সম্পাদক জালাল আহমেদ"বাংলাদেশ প্রতিদিন। ১৩ জুলাই ২০১৩। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৭ 
  2. "1 MINUTE PLEASE! Architect Abu Sayeed M Ahmed"দ্য ডেইলি স্টার। ২৮ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৭ 
  3. তারেক, মোহাম্মদ (১৫ এপ্রিল ২০১৬)। "বসবাসযোগ্য নগর গড়ার স্বপ্ন দেখেন আবু সাঈদ"আনন্দ আলো। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৭ 
  4. "Curriculum vitae: PROF. DR ABU SAYEED M. AHMED" (পিডিএফ)ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৭ 
  5. "Mosque Architecture in Bangladesh"অ্যামাজন.কম। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৭ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]