আবু সুউদ এফেন্দি | |
---|---|
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ৩০ ডিসেম্বর ১৪৯০ |
মৃত্যু | ২৩ আগস্ট ১৫৭৪ (৮৪ বছর) |
পিতামাতা | শাইখ মুহিউদ্দিন মুহাম্মদ এফেন্দি (পিতা) |
আবু সুউদ এফেন্দি (তুর্কি: মুহাম্মদ আবু সুউদ এফেন্দি, ৩০ ডিসেম্বর ১৪৯০ – ২৩ আগস্ট ১৫৭৪[১]) ছিলেন একজন উসমানীয় হানাফি আলেম ও আইনবিদ।
আবু সুউদের পিতার নাম শাইখ মুহিউদ্দিন মুহাম্মদ এফেন্দি[১] ১৫৩০ এর দশকে তিনি বুরসা, ইস্তানবুল ও রুমেলিয়ায় বিচারক হিসেবে দায়িত্বপালন করেছেন। ১৫৪৫ সালে সুলতান প্রথম সুলাইমান তাকে সাম্রাজ্যের প্রধান মুফতি নিয়োগ দেন। আমৃত্যু তিনি এই পদে বহাল ছিলেন।[২] উসমানীয় বিচারব্যবস্থাকে পুনর্গঠন করার কাজে তিনি সুলাইমানকে সহায়তা করেছেন। এছাড়াও তার প্রদত্ত বেশ কিছু ফতোয়ার কারণেও তাকে স্মরণ করা হয়।
তুরস্কের সুলতান সুলেমান টিভি ধারাবাহিকে আবু সুউদ এফেন্দির ভূমিকার তুর্কি অভিনেতা তুনজেল কুরতিজ অভিনয় করেছেন।
উসমানীয় জীবনী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
কুর্দি ব্যক্তিত্ব বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |