আবুল-হাসান আল-মুহাজির ৫ই ডিসেম্বর ২০১৬ সাল থেকে ২৭ অক্টোবর ২০১৯ পর্যন্ত ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড লেভ্যান্টের একজন সরকারী মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
আবুল-হাসান হলেন আবু মোহাম্মদ আল-আদনানির উত্তরসূরি, যিনি আগস্ট ২০১৬ সালে সিরিয়ায় আলেপ্পো সীমান্ত পরিদর্শনকালে নিহত হন।[১] আবুল হাসানকে একজন বিদেশী যোদ্ধা বলে মনে করা হয়, কারণ তাকে ছদ্মনাম আল-মুহাজির বলে অভিহিত করা হয়েছে, যার অর্থ হচ্ছে অভিবাসী।
দ্য আটলান্টিক পত্রিকায় প্রকাশিত একটি নিবন্ধে সাংবাদিক গ্রেম উড বলেছেন যে, আবুল-হাসান আল-মুহাজির টেক্সাসে জন্মগ্রহণকারী যার নাম জন জর্জেলাস। যিনি একই সাথে ইয়াহিয়া আবু হাসান নামেও পরিচিত। যদিও সাংবাদিক তার এই তথ্যর বিষয়ে সন্দেহ পোষণ করেছিলেন। [২] ইতালীয় মিডিয়াও ধারণা করেছিল যে, তিনি লুসার্ন সান জিওভ্যানির ব্ল্যাক সোয়ান রক স্কুল অফ মিউজিকে পড়াশোনা করেছেন।[৩]
আবুল-হাসান আল-মুহাজির ২০১৯ সালের ২৭ অক্টোবর বিমান হামলায় নিহত হন।[৪]