আবুল ফারাজ আল-ইসফাহানি | |
---|---|
أَبُو الْفَرَج الْأصْفَهَانِيّ | |
জন্ম | ৮৯৭ |
মৃত্যু | ৯৬৭ (বয়স ৬৯–৭০) |
অন্যান্য নাম | আলী ইবনুল হুসাইন ইবন মুহাম্মাদ ইবন আহমাদ ইবন আল-হাইসাম |
পরিচিতির কারণ | কিতাবুল আগানি |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | ইতিহাস, আরবি সাহিত্য |
পৃষ্ঠপোষক | সাইফুদ্দৌলাহ |
আলী ইবনুল হুসাইন আল-ইসফাহানি, যিনি আবুল ফারায আল-ইসফাহানি (আরবি: أبو الفرج الأصفهاني) নামে পরিচিত (৮৯৭-৯৬৭) ছিলেন একজন প্রখ্যাত লেখক, ঐতিহাসিক, কুরাইশ বংশোদ্ভূত কবি, গল্পকার ও সঙ্গীতজ্ঞ।[১] তার সম্পূর্ণ নাম হল : আবুল ফারাজ আলী ইবনুল হুসাইন ইবনে মোহাম্মাদ ইবনে আহমাদ ইবনে আল-হাইসাম আল-উমাওয়ি আল-ইসফাহানি। তিনি প্রধানত বাগদাদে বসবাস করতেন। তিনি কিতাব আল-আগাানির (কবিতার বই) লেখক হিসাবে অধিক পরিচিত, যাতে আরবি কবিতার প্রথম প্রত্যয়িত সময় কাল (৭ম থেকে ৯ম শতাব্দী) ও কবি ও সঙ্গীতজ্ঞদের জীবন সম্পর্কে তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।[২][৩]