আবেল (KT-12/H1)[১] হচ্ছে অস্ট্রালোপিথেকাস বাহেরালগাজাইলএর জীবাশ্মের আবিষ্কৃত একমাত্র নমুনা; যার আলাদা করে নামকরণ করা হয়েছিল। আবেলকে ১৯৯৫ সালে প্রত্ননৃতত্ত্ববিদ মাইকেল বার্নেট কানিম রাজ্যের শাদে আবিষ্কার করেন।[২] বার্নেট ম্যালেরিয়ায় আক্রান্ত তার বন্ধু আবেল ব্রিলানকিউয়ের নামে এই জীবাশ্মের নাম "আবেল" রাখেন।
আবেল জীবাশ্মটি শুধুমাত্র একটি চোয়ালের অংশ; যা থেকে অস্ট্রালোপিথেকাস বাহেরালগাজাইল সম্বন্ধে খুব কম তথ্যই পাওয়া গিয়েছে।
স্বল্প সংখ্যক দাঁত থেকে নিশ্চিত হওয়া গিয়েছে এটি অস্ট্রালোপিথেকাস গণেরই অংশ।