![]() ২০২৩ সালে লঁসের হয়ে খুসানভ | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | আব্দুকদির খিকমাতোভিচ খুসানভ[১] | ||
জন্ম | ২৯ ফেব্রুয়ারি ২০০৪ | ||
জন্ম স্থান | তাশখন্দ, উজবেকিস্তান | ||
উচ্চতা | ১.৮৬ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)[১] | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | লঁস | ||
জার্সি নম্বর | ২৫ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:০৫, ১৯ আগস্ট ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
আব্দুকদির খিকমাতোভিচ খুসানভ (উজবেক: Abduqodir Xikmatjon o‘g‘li Xusanov; জন্ম: ২৯ ফেব্রুয়ারি ২০০৪; আব্দুকদির খুসানভ নামে সুপরিচিত) হলেন একজন উজবেক পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ফরাসি ক্লাব লঁস এবং উজবেকিস্তান জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০২০ সালে, খুসানভ উজবেকিস্তান অনূর্ধ্ব-১৭ দলের হয়ে উজবেকিস্তানের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় দুই বছর যাবত উজবেকিস্তানের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২৩ সালে উজবেকিস্তানের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; উজবেকিস্তানের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
আব্দুকদির খিকমাতোভিচ খুসানভ ২০০৪ সালের ২৯শে ফেব্রুয়ারি তারিখে উজবেকিস্তানের তাশখন্দে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
খুসানভ উজবেকিস্তান অনূর্ধ্ব-১৭, উজবেকিস্তান অনূর্ধ্ব-১৯, উজবেকিস্তান অনূর্ধ্ব-২১ এবং উজবেকিস্তান অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে উজবেকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। ২০২০ সালে তিনি উজবেকিস্তান অনূর্ধ্ব-১৭ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। খুসানভ ফ্রান্সে অনুষ্ঠিত ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য প্রকাশিত উজবেকিস্তান অলিম্পিক দলে স্থান পেয়েছেন।[১][২][৩]
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
উজবেকিস্তান | ২০২৩ | ৭ | ০ |
২০২৪ | ৭ | ০ | |
সর্বমোট | ১৪ | ০ |