ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | আব্দুল করিম হাসান আল হাজ ফাদলাল্লাহ | ||
জন্ম | ২৮ আগস্ট ১৯৯৩ | ||
জন্ম স্থান | দোহা, কাতার | ||
উচ্চতা | ১.৮৬ মিটার (৬ ফুট ১ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | আল সাদ | ||
জার্সি নম্বর | ৩ | ||
যুব পর্যায় | |||
২০০৭–২০১০ | আল সাদ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১০– | আল সাদ | ১৭৮ | (২৬) |
২০১৭–২০১৮ | → ইউপেন (ধার) | ১০ | (১) |
জাতীয় দল‡ | |||
২০১০–২০১৪ | কাতার অনূর্ধ্ব-২০ | ৫ | (১) |
২০১১–২০১৫ | কাতার অনূর্ধ্ব-২৩ | ৯ | (৪) |
২০১০– | কাতার | ১২০ | (১৫) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৯:৫৫, ২২ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৯:৫৫, ২২ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
আব্দুল করিম হাসান আল হাজ ফাদলাল্লাহ (আরবি: عبد الكريم حسن, ইংরেজি: Abdelkarim Hassan; জন্ম: ২৮ আগস্ট ১৯৯৩; আব্দুল করিম হাসান নামে সুপরিচিত) হলেন একজন কাতারি পেশাদার ফুটবল খেলোয়াড়।[১] তিনি বর্তমানে কাতারি ক্লাব আল সাদ এবং কাতার জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১০ সালে, হাসান কাতার অনূর্ধ্ব-২০ দলের হয়ে কাতারের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।[২] প্রায় ১ বছর যাবত কাতারের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১০ সালে কাতারের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; কাতারের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১২০ ম্যাচে ১৫টি গোল অংশগ্রহণ করেছেন।
আব্দুল করিম হাসান আল হাজ ফাদলাল্লাহ ১৯৯৩ সালের ২৮শে আগস্ট তারিখে কাতারের দোহায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
হাসান কাতার অনূর্ধ্ব-২০ এবং কাতার অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে কাতারের প্রতিনিধিত্ব করেছেন। কাতারের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ১ বছরে ১৪ ম্যাচে অংশগ্রহণ করে ৫টি গোল করেছেন।
২০১০ সালের ১৮ই নভেম্বর তারিখে, ১৭ বছর, ২ মাস ও ২১ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী হাসান হাইতির বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে কাতারের হয়ে অভিষেক করেছেন।[৩][৪] উক্ত ম্যাচের ৭৫তম মিনিটে রক্ষণভাগের খেলোয়াড় জর্জ কুয়াসি সিমাকরের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন; ম্যাচটি হাইতি ১–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৫] কাতারের হয়ে অভিষেকের বছরে হাসান সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
কাতার | ২০১০ | ১ | ০ |
২০১৩ | ১৯ | ৪ | |
২০১৪ | ১৪ | ৩ | |
২০১৫ | ১৪ | ২ | |
২০১৬ | ৯ | ১ | |
২০১৭ | ১০ | ১ | |
২০১৮ | ৮ | ০ | |
২০১৯ | ১৮ | ৫ | |
২০২০ | ৪ | ০ | |
২০২১ | ২২ | ১ | |
সর্বমোট | ১২০ | ০ |