আল্লামা আব্দুল মালেক হালিম | |
---|---|
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | |
ধর্ম | ইসলাম |
জাতীয়তা | বাংলাদেশি |
দাম্পত্য সঙ্গী | হাফসা হালিমা |
আখ্যা | সুন্নি, হানাফি |
আন্দোলন | দেওবন্দি |
প্রধান আগ্রহ | শরিয়া, ইসলামি আধুনিক নারী শিক্ষা |
উল্লেখযোগ্য ধারণা | কওমি মহিলা মাদ্রাসা, আল জামিয়াতুল আরাবিয়া লিল বানীন ওয়াল বানাত |
যেখানের শিক্ষার্থী | আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া |
মাওলানা আব্দুল মালেক হালিম হলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির।[১][২][৩][৪][৫] তিনি কওমি মহিলা মাদ্রাসার প্রবর্তক।[৬] এবং হাইলধর আল-জামিয়াতুল আরাবিয়া লিল বানীনা ওয়াল বানাতের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ।[৭] যা বাংলাদেশের প্রথম মহিলা মাদ্রাসা। আব্দুল মালেক হালিম ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি নিজামে ইসলাম পার্টির সাবেক চেয়ারম্যান।[৮]
আব্দুল মালেক হালিম জামিয়া ইসলামিয়া পটিয়া থেকে উচ্চশিক্ষা লাভ করেন।[৬]
মাওলানা মালেক লেখাপড়া শেষ করে স্থানীয় মাদ্রাসায় শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন। পরে তিনি সৌদি আরবে গিয়ে মসজিদে ইমামের দায়িত্ব পালন করেন। তিনি সৌদি আরব এবং অন্যান্য আরব দেশগুলিতে নারীদের শিক্ষার ব্যবস্থা দেখে অনুপ্রাণিত হয়েছিলেন এবং নারীদের জন্য একটি ইসলামি স্কুল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছিলেন। কাবার ইমাম তার গ্রামে এসে মহিলা মাদ্রাসা করার জন্য অনুপ্রানিত করেছিলেন। অবশেষে তিনি ১৯৭২ সালে আল জামিয়াতুল আরাবিয়া লিল বানীনা ওয়াল বানাত হাইলধর প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন।[৬]