| |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | আব্দুলায়ে দিয়ালো | ||
জন্ম | ৩০ মার্চ ১৯৯২ | ||
জন্ম স্থান | র্যামস, ফ্রান্স | ||
উচ্চতা | ১.৮৯ মি (৬ ফু ২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | রেন্যস | ||
জার্সি নম্বর | ১ | ||
যুব পর্যায় | |||
১৯৯৯ | এএস ফোঁসেস | ||
১৯৯৯–২০০২ | তাইকু | ||
২০০২–২০০৭ | র্যামস | ||
২০০৪–২০০৭ | আইএনএফ ক্লেয়ারফন্তেন | ||
২০০৭–২০০৯ | রেন্যস | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৯– | রেন্যস | ১২ | (০) |
২০১০–২০১৬ | রেন্যস ২ | ৩৯ | (০) |
২০১৪–২০১৬ | → ল্য আভোঁ (ধার) | ৫০ | (০) |
২০১৬–২০১৭ | → চায়কুর রিজেস্পোর (ধার) | ১৯ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১০–২০১১ | ফ্রান্স অনূর্ধ্ব-১৯ | ১০ | (০) |
২০১১–২০১২ | ফ্রান্স অনূর্ধ্ব-২০ | ১০ | (০) |
২০১৫– | সেনেগাল | ১০ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৯ আগস্ট ২০১৭ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২ নভেম্বর ২০১৬ তারিখ অনুযায়ী সঠিক। |
আব্দুলায়ে দিয়ালো (জন্ম: ৩০ মার্চ ১৯৯২) হলেন সেনেগালের একজন পেশাদার ফুটবলার, যিনি ফরাসি ক্লাব রেন্যস এবং সেনেগাল জাতীয় দলের হয়ে একজন গোলরক্ষক হিসেবে খেলেন।[১] তিনি প্রসিদ্ধ একাডেমী আইএনএফ ক্লেয়ারফন্তেন হতে ফুটবল খেলার শিক্ষা গ্রহণ করেছেন এবং ২০০৭ সালে, রেন্যসের হয়ে খেলার মাধ্যমে তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন। তিনি মাত্র ১৭ বছর বয়সে ২০০৯ সালের ২৯শে নভেম্বর তারিখে, ওলাঁপিক লিয়োনের বিরুদ্ধে লিগ ম্যাচে খেলার মাধ্যমে পেশাদার ক্যারিয়ার সূচনা করেন।
২০১৮ সালের ১৭শে মে তারিখে, রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত ২৩ সদস্যের সেনেগাল দলে তিনি স্থান পান।[২]
টেমপ্লেট:Stade Rennais FC squad
![]() ![]() |
সেনেগালীয় ফুটবল সম্পর্কিত জীবনী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |