আব্দুল্লাহ বিন জসিম আল থানি عبد الله بن جاسم آل ثاني | |
---|---|
![]() | |
কাতারের আমির | |
রাজত্ব | ১৯১৩–১৯৪৯ |
পূর্বসূরি | জসিম বিন মুহাম্মদ আল থানি |
উত্তরসূরি | আলী বিন আব্দুল্লাহ আল থানি |
জন্ম | ১৮৮০ দোহা, কাতার |
মৃত্যু | ২৫ এপ্রিল, ১৯৫৭ (বয়স ৭৬–৭৭) |
দাম্পত্য সঙ্গী | মারয়াম বিনতে আব্দুল্লাহ আল আতিয়া (১ম) ফাতিমা বিনতে ইসা আল থানি(২য়) |
বংশধর | আলী বিন আব্দুল্লাহ আল থানি হামাদ হাসান |
পিতা | জসিম বিন মুহাম্মদ আল থানি |
ধর্ম | সুন্নি ইসলাম |
শেখ আব্দুল্লাহ বিন জসিম বিন মুহাম্মদ আল থানি ( আরবি: عبد الله بن جاسم بن محمد آل ثاني ) ছিলেন কাতারের একজন আমির। তিনি ১৮৮০ সালে দোহায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪০ সালে তার ক্রাউন প্রিন্স ও দ্বিতীয় পুত্র শেখ হামাদ বিন আবদুল্লাহ আল থানির জন্যে পদত্যাগ করেন। কিন্তু হামাদ ৮ বছর পর মারা যান এবং শেখ আবদুল্লাহ ১৯৪৯ সাল পর্যন্ত আবারো দায়িত্ব গ্রহণ করেন। ১৯৪৯ সালে তিনি তার জ্যেষ্ঠ পুত্র শেখ আলী বিন আবদুল্লাহ আল থানির জন্য পদত্যাগ করেন। [১] তার শাসনামলে কাতারে প্রথম বারের মতো তেল আবিষ্কৃত হয়।[২][৩][৪]
আব্দুল্লাহ বিন জসিম আল থানি জন্ম: ১৮৮০ মৃত্যু: ২৫ এপ্রিল ১৯৫৭
| ||
শাসনতান্ত্রিক খেতাব | ||
---|---|---|
পূর্বসূরী জসিম বিন মুহাম্মদ আল থানি |
কাতারের আমির ১৯১৩–১৯৪৯ |
উত্তরসূরী আলী বিন আব্দুল্লাহ আল থানি |