আব্বাস টায়ারওয়ালা | |
---|---|
জন্ম | আব্বাস টায়ারওয়ালা ১৫ মে ১৯৭৪ |
পেশা | পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকার, সংলাপ লেখক |
কর্মজীবন | ২০০১-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | পাখী তাইরিওয়ালা |
পুরস্কার | ২০০৪: ফিল্মফেয়ার শ্রেষ্ঠ সংলাপ পুরস্কার: মুন্নাভাই এম.বি.বি.এস. |
আব্বাস টায়ারওয়ালা (হিন্দি: अब्बास टायरवाला); জন্ম ১৫ মে ১৯৭৪) হলেন একজন ভারতীয় বলিউড চলচ্চিত্র কাহিনীকার, চিত্রনাট্যকার, সংলাপ লেখক ও পরিচালক।[১] ২০০০ সালের প্রথম দিকে একজন চিত্রনাট্যকার ও সংলাপ লেখক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর তিনি মকবুল (২০০৩) ও মুন্না ভাই এম.বি.বি.এস. (২০০৩)-এর মত চলচ্চিত্রের জন্য পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি প্রণয়ধর্মী হাস্যরসাত্মক চলচ্চিত্র জানে তু... ইয়া জানে না (২০০৮) দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন, যা সমাদৃত এবং ব্যবসাসফল হয়।
আব্বাসের জন্মগ্রহণ এবং বেড়ে ওঠা মুম্বই শহরে। স্নাতকের জন্য তিনি সেন্ট জেভিয়ার কলেজ, মুম্বাই যোগদান করেন। সেখানে তিনি নাটক নিয়ে কাজ শুরু করেন এবং শীঘ্রই বিজ্ঞাপন লেখা শুরু করেন।
তিনি "দিল পে মাত লে ইয়ার" (২০০০) এবং "লাভ কে লিয়ে কুছ ভি করেগা" (২০০১)-এর মত ছবিতে লেখক ও গীতিকার হিসেবে চলচ্চিত্র শিল্প প্রবেশ করেন। এছাড়াও তিনি সন্তোষ শিবানির "অশোকা (২০০১) ছবিতে সংলাপ লেখক হিসেবে কাজ করেন।