ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | আব্বোসবেক সাইদিয়ন অগলি ফায়জুল্লায়েভ[১] | ||
জন্ম | ৩ অক্টোবর ২০০৩ | ||
জন্ম স্থান | সিরদারিও, উজবেকিস্তান | ||
উচ্চতা | ১.৬৭ মিটার (৫ ফুট ৫+১⁄২ ইঞ্চি)[১] | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | সিএসকেএ মস্কো | ||
জার্সি নম্বর | ২১ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:১১, ১৯ আগস্ট ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
আব্বোসবেক সাইদিয়ন অগলি ফায়জুল্লায়েভ (উজবেক: Аббосбек Файзуллаев; জন্ম: ৩ অক্টোবর ২০০৩; আব্বোসবেক ফায়জুল্লায়েভ নামে সুপরিচিত) হলেন একজন উজবেক পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে রুশ ক্লাব সিএসকেএ মস্কো এবং উজবেকিস্তান জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০২২ সালে, ফায়জুল্লায়েভ উজবেকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের হয়ে উজবেকিস্তানের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় এক বছর যাবত উজবেকিস্তানের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২৩ সালে উজবেকিস্তানের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; উজবেকিস্তানের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৩ ম্যাচে ৪টি গোল করেছেন।
আব্বোসবেক সাইদিয়ন অগলি ফায়জুল্লায়েভ ২০০৩ সালের ৩রা অক্টোবর তারিখে উজবেকিস্তানের সিরদারিওতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
ফায়জুল্লায়েভ উজবেকিস্তান অনূর্ধ্ব-১৯, উজবেকিস্তান অনূর্ধ্ব-২০ এবং উজবেকিস্তান অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে উজবেকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। ২০২২ সালের ২৪শে সেপ্টেম্বর তারিখে তিনি উজবেকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। ফায়জুল্লায়েভ ফ্রান্সে অনুষ্ঠিত ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য প্রকাশিত উজবেকিস্তান অলিম্পিক দলে স্থান পেয়েছেন।[১][২][৩]
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
উজবেকিস্তান | ২০২৩ | ৮ | ২ |
২০২৪ | ৫ | ২ | |
সর্বমোট | ১৩ | ৪ |