আভভাই শানমুগি | |
---|---|
![]() | |
அவ்வை சண்முகி | |
পরিচালক | কে. এস. রবিকুমার |
প্রযোজক | আর রবীন্দ্র কে পি হরি |
রচয়িতা | ক্রেজি মোহন |
চিত্রনাট্যকার | কে. এস. রবিকুমার |
কাহিনিকার | ক্রেজি মোহন |
শ্রেষ্ঠাংশে | কমল হাসান মীনা জেমিনি গণেশন নাগেশ মণিভন্নন নছর হিরা রাজগোপাল |
সুরকার | দেব |
চিত্রগ্রাহক | এস মূর্তি |
সম্পাদক | কে দানিকাচালাম |
প্রযোজনা কোম্পানি | শ্রী মহালক্ষ্মী কম্বাইন্স |
পরিবেশক | শ্রী মহালক্ষ্মী কম্বাইন্স |
মুক্তি | ১০ নভেম্বর ১৯৯৬ |
স্থিতিকাল | ১৬১ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | তামিল |
আভভাই শানমুগি (তামিল: அவ்வை சண்முகி, অনুবাদ 'নারীরূপী পুরুষ') হচ্ছে ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত একটি তামিল চলচ্চিত্র। চলচ্চিত্রটি কে. এস. রবিকুমার পরিচালনা করেন এবং গল্প লেখেন ক্রেজি মোহন, চলচ্চিত্রটি মার্কিন চলচ্চিত্র 'মিসেস ডাউটফায়ার' (১৯৯৩) এর অনুকরণ। চলচ্চিত্রটিতে কমল হাসান একজন নারী সেজে অভিনয় করেছিলেন। এছাড়াও ছিলেন মীনা, জেমিনি গণেশন, নছর, নাগেশ এবং মণিভন্নন। এটি কমল হাসানের চলচ্চিত্র জীবনের একটি মাইলফলক ছিলো, ব্যাপক দর্শকপ্রিয়তা তো পেয়েছিলেন তিনি আবার চলচ্চিত্রটিও ভালো ব্যবসা করেছিলো। এই চলচ্চিত্রটি হিন্দিতে পুনঃনির্মাণ করা হয়েছিলো যার নাম ছিলো 'চাচী ৪২০' ওখানে কমলের সাথে তাবু অভিনয় করেন।[১][২][৩][৪]
পান্ডিয়া নামের এক ব্যক্তি জনকী নামের এক নারীকে প্রেম করে বিয়ে করেন যিনি এক শিল্পপতির কন্যা, অপরদিকে পান্ডিয়া চলচ্চিত্রের একজন সহকারী নাচ পরিচালক, যার বেতন একেবারে নিচে। পান্ডিয়া জনকীর সাথে অনেক খারাপ আচরণ করে এবং তার সাথে অনেক অভিনয় করে। ফলশ্রুতিতে জনকী পান্ডিয়াকে ঘৃণা করে বিচ্ছেদের ঘোষণা দেয় এবং তাদের একমাত্র মেয়েকে নিজের সাথে নিজের বাড়ি নিয়ে যায়।
মেয়েটি পান্ডিয়াকে পছন্দ করত বিধায় পান্ডিয়া এক নারীর বেশে ওদের বাসায় যায়, যার কাজ মেয়েটাকে দেখভাল করা। মেয়েটিকে নারীটি তার আসল পরিচয় বলে দেয় কিন্তু জনকীকে বলেনা। বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে জনকী আবার পান্ডিয়াকে ভালোবাসতে শুরু করে এবং এক পর্যায়ে পান্ডিয়া তাকে তার আসল পরিচয় বলে দেয়, জনকী এরপর তার সাথে বসবাস করা শুরু করে।