আমাতেরাসু প্যাটারা

নাসা ওয়ার্ল্ড উইন্ডে গৃহীত একটি স্ক্রিনশটে আমাতেরাসু প্যাটারা

আমাতেরাসু প্যাটারা (ইংরেজি: Amaterasu Patera) হল বৃহস্পতির প্রাকৃতিক উপগ্রহ আইয়োর একটি প্যাটারা (স্ক্যালোপ-আকৃতির প্রান্তভাগ-যুক্ত এক ধরনের জটিল অভিঘাত গহ্বর)। এটি আইয়োর অন্ধকারতম বৈশিষ্ট্যগুলির অন্যতম। এটির তাপীয় বর্ণালির পরিমাপ (১৯৭৯ সালে এর তাপমাত্রা ছিল আনুমানিক ২৮১ কে) আইয়োনীয় হটস্পটগুলির অ্যালবেডো ও তাপমাত্রার মধ্যে একটি বিপরীত পারস্পরিক সম্পর্কে স্থাপনে সাহায্য করেছে।[] বৃহস্পতির চারিধারে গ্যালিলিও মহাকাশযানের প্রথম পরিক্রমণের পর থেকে এই প্যাটারাটি আরও অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে।[] ১০০ কিলোমিটার ব্যাস-বিশিষ্ট এই প্যাটারাটির স্থানাংক ৩৮°০৬′ উত্তর ৩০৬°৩০′ পশ্চিম / ৩৮.১° উত্তর ৩০৬.৫° পশ্চিম / 38.1; -306.5[] এটির নামকরণ করা হয়েছে জাপানি সূর্যদেবী আমাতেরাসুর নামানুসারে।[] আমাতেরাসু প্যাটারার উত্তরে কিনিচ আহাউ প্যাটারাড্যাজবোগ প্যাটারা এবং পশ্চিমে মানুয়া প্যাটারাফুচি প্যাটারা অবস্থিত।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. J. C. Pearl (১৯৮৫)। "Io: Amaterasu Patera is Hot"। Bulletin of the American Astronomical Society17: 691। বিবকোড:1985BAAS...17..691P 
  2. "Galileo"xtec.es। ডিসেম্বর ১৯, ২০০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ১৯, ২০০৭ 
  3. টেমপ্লেট:GPN
  4. NASA World Wind 1.4. NASA Ames Research Center, 2007.