আমি আদু | |
---|---|
![]() চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | সোমনাথ গুপ্ত |
শ্রেষ্ঠাংশে | |
চিত্রগ্রাহক | সৌমিক হালদার |
সম্পাদক | অর্ঘ্যকমল মিত্র |
প্রযোজনা কোম্পানি | নিউ থিয়েটার্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ১১৭ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
আমি আদু সোমনাথ গুপ্ত পরিচালিত ২০১১ সালের বাংলা ভাষার ভারতীয় চলচ্চিত্র। এটি গুপ্তের পরিচালিত প্রথম চলচ্চিত্র। এটি প্রযোজনা করেছে নিউ থিয়েটার্স। এতে দেখা যায় আদু নামে এক বাঙালি তরুণী মার্কিন রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ. বুশকে ২০০৩ সালের ইরাক আক্রমণের ফলে তার জীবনের কষ্টের ব্যাপারে চিঠি লিখছে।[১][২][৩] এতে নাম ভূমিকায় অভিনয় করেন দেবলীনা চট্টোপাধ্যায়, এবং অন্যান্য প্রধান চরিত্রে অভিনয় করেছেন সমদর্শী দত্ত, বিদিপ্তা চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ।
চলচ্চিত্রটি ২০১১ সালের ২৫শে ফেব্রুয়ারি মুক্তি পায়। এটি ৪৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ বাংলা ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য রাষ্ট্রপতির রৌপ্য পদক অর্জন করে।[৪]
পেশাদার পর্যালোচনা | |
---|---|
পর্যালোচনার উৎস | |
উৎস | রেটিং |
দি ইন্ডিয়ান এক্সপ্রেস | ![]() ![]() ![]() ![]() ![]() |
দ্য টাইমস অব ইন্ডিয়া | ![]() ![]() ![]() ![]() ![]() |
আমি আদু ২০১১ সালের ২৫শে ফেব্রুয়ারি মুক্তি পায় এবং ইতিবাচক পর্যালোচনা লাভ করে।
বছর | পুরস্কার | বিভাগ | মনোনীত | ফলাফল | সূত্র. |
---|---|---|---|---|---|
২০১২ | ৫৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ বাংলা ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য রাষ্ট্রপতির রৌপ্য পদক | সোমনাথ গুপ্ত | বিজয়ী | [৪] |