ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | আমিন মুহাম্মদ জান বুখারি | ||
জন্ম | ২ মে ১৯৯৭ | ||
জন্ম স্থান | জেদ্দা, সৌদি আরব | ||
উচ্চতা | ১.৯৪ মিটার (৬ ফুট ৪+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | আল নাসর | ||
জার্সি নম্বর | ২৫ | ||
যুব পর্যায় | |||
–২০১৮ | আল ইত্তিহাদ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৮–২০২০ | আল ইত্তিহাদ | ০ | (০) |
২০২০– | আল নাসর | ০ | (০) |
২০২০–২০২১ | → আল আইন (ধার) | ২১ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১৬–২০১৭ | সৌদি আরব অনূর্ধ্ব-২০ | ৫ | (০) |
২০১৮– | সৌদি আরব অনূর্ধ্ব-২৩ | ৪ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৬:১৪, ৪ আগস্ট ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৬:১৪, ৪ আগস্ট ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
আমিন মুহাম্মদ জান বুখারি (আরবি: أمين بخاري, ইংরেজি: Amin Bukhari; জন্ম: ২ মে ১৯৯৭; আমিন বুখারি নামে সুপরিচিত) হলেন একজন সৌদি পেশাদার ফুটবল খেলোয়াড়।[১] তিনি বর্তমানে সৌদি আরবের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সৌদি পেশাদার লিগের ক্লাব আল নাসর এবং সৌদি আরব অনূর্ধ্ব-২৩ দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।
সৌদি ফুটবল ক্লাব আল ইত্তিহাদের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে টেমপ্লেটখেসংক্ষেপ ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে এই দলের হয়ে খেলার মাধ্যমেই তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৮–১৯ মৌসুমে, সৌদি ক্লাব আল ইত্তিহাদের মূল দলে ডাক পাওয়ার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন, তবে আল ইত্তিহাদের তিনি একটি ম্যাচেও অংশগ্রহণ করেননি। অতঃপর ২০২০–২১ মৌসুমে তিনি আল নাসরে যোগদান করেছেন।[২] মাঝে তিনি এক মৌসুমের জন্য আল আইনের হয়ে ধারে খেলেছেন।[৩]
২০১৬ সালে, বুখারি সৌদি আরব অনূর্ধ্ব-২০ দলের হয়ে সৌদি আরবের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।
আমিন মুহাম্মদ জান বুখারি ১৯৯৭ সালের ২রা মে তারিখে সৌদি আরবের জেদ্দায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
বুখারি জাপানে অনুষ্ঠিত ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য ২০২১ সালের জুলাই মাসে প্রকাশিত সৌদি আরব অনূর্ধ্ব-২৩ দলে স্থান পেয়েছেন।[৪][৫]