আমিয়েঁ স্পোর্টিং ক্লাব

আমিয়েঁ
পূর্ণ নামআমিয়েঁ স্পোর্টিং ক্লাব
ডাকনামলে লিকোর্ন (ইউনিকর্ন)
প্রতিষ্ঠিত১৯০১; ১২৪ বছর আগে (1901)
মাঠস্তাদ দে লা লিকোর্ন
ধারণক্ষমতা১২,০৯৭
সভাপতিফ্রান্স বের্নার জোয়ানাঁ
প্রধান কোচফ্রান্স লুকা এসনার
লিগলীগ ২
২০১৯–২০১৯তম (অবমনিত)
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

আমিয়েঁ স্পোর্টিং ক্লাব (ফরাসি উচ্চারণ: ​[amjɛ̃]; সাধারণত আমিয়েঁ এসসি অথবা শুধুমাত্র আমিয়েঁ নামে পরিচিত) হচ্ছে ওদ-দে-ফ্রাঁসের উত্তর দিকের শহর আমিয়েঁ ভিত্তিক একটি ফরাসি পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ফ্রান্সের দ্বিতীয় স্তরের ফুটবল লীগ লীগ ২-এ খেলে। এই ক্লাবটি ১৯০১ সালে প্রতিষ্ঠিত হয়েছে। আমিয়েঁ এসসি তাদের সকল হোম ম্যাচ আমিয়েঁর স্তাদ দে লা লিকোর্নে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১২,০৯৭। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন লুকা এসনার এবং সভাপতির দায়িত্ব পালন করছেন বের্নার জোয়ানাঁ। ফরাসি রক্ষণভাগের খেলোয়াড় প্রিন্স-দেজির গোয়নো এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

২০১৭–১৮ লীগ ১ মৌসুমটি ক্লাবটির ১১৬ বছরের ইতিহাসে প্রথম মৌসুম ছিল, যেখানে তারা পরের বছরের জন্যও লীগ ১-এই খেলার যোগ্যতা অর্জন করেছিল। আমিয়েঁ এপর্যন্ত কখনও বড় শিরোপা জয়লাভ করতে পারেনি।[][]

অর্জন

[সম্পাদনা]
  • কুপ দে ফ্রান্স
  • শম্পিওনাত ন্যাশনাল
    • চ্যাম্পিয়ন (১): ১৯৭৭–৭৮
  • দিভিজিওঁ দ'অনার (নর্ড)
    • চ্যাম্পিয়ন (৪): ১৯২৪, ১৯২৭, ১৯৫৭, ১৯৬৩
  • দিভিজিওঁ দ'অনার (পিকার্দি)
    • চ্যাম্পিয়ন (২): ১৯২০, ১৯২১
  • ইউএসএফএসএ লীগ (পিকার্দি)
    • চ্যাম্পিয়ন (১১): ১৯০৩, ১৯০৪, ১৯০৫, ১৯০৬, ১৯০৮, ১৯০৯, ১৯১০, ১৯১১, ১৯১২, ১৯১৩, ১৯১৪

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Neymar watches on as Cavani and Pastore seal PSG victory"। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৮ 
  2. "ESPN.com Soccernet Europe: News - French Cup: Nantes close in on double"www.espnfc.com.au। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৮ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]