আমিরাত হল এক প্রকার শাসনব্যবস্থা যেখানে শাসক আমির নামে পরিচিত। কিছু মুসলিম রাষ্ট্রে আমিরাত পদ্ধতির প্রয়োগ দেখা যায়। আমির বংশানুক্রমিকভাবে নির্বাচিত হন।
উৎপত্তিগতভাবে আমিরাত দ্বারা বোঝানো হয় আমিরের শাসনাধীন এলাকা।
সংযুক্ত আরব আমিরাতে এই ব্যবস্থা বিদ্যমান রয়েছে। রাষ্ট্র সাতটি আমিরাতের ফেডারেশন হিসেবে পরিচালিত হয়। প্রত্যেক আমিরাত উত্তরাধিকার সূত্রে নিযুক্ত আমির কর্তৃক শাসিত হয়।
আরবি ভাষায় আমিরাতকে সাধারণ অর্থে রাষ্ট্রের শাসিত এলাকার ক্ষেত্রেও ব্যবহার করা চলে এবং তা বংশীয় শাসকের ক্ষেত্রে ব্যবহার হয়।
প্রাক্তন ও ব্যাপক স্বীকৃতিহীন আমিরাতসমূহের একটি তালিকা এখানে প্রদান করা হয়।
কর্ডোবা
বাদাজোজ
গ্রানাডা
মসুল আমিরাত, বর্তমান ইরাক , ৯০৫-১০৯৬, ১১২৭-১২২২, ১২৫৪-১৩৮৩, ১৭৫৮-১৯১৮
মেলিটিন আমিরাত , বর্তমান মধ্য তুরস্ক , মধ্য ৯ম শতাব্দী থেকে ৯৩৪
আমিদা আমিরাত , বর্তমান তুরস্ক ৯৮৩-১০৮৫
কারামান আমিরাত , দক্ষিণ-মধ্য আনাতোলিয়া ১২৫০-১৪৮৭
উসমানীয় সাম্রাজ্য , মধ্যপ্রাচ্য , শাসক সুলতান উপাধি গ্রহণের আগ পর্যন্ত আমিরাত হিসেবে বিবেচিত হত, ১২৯৯-১৩৮৩
আয়দিন আমিরাত , বর্তমান তুরস্ক , ১৪শ শতাব্দীর প্রথম থেকে ১৩৯০
দুলকাদির আমিরাত , বর্তমান তুরস্ক ১৩৩৭-১৫২২
রমজান আমিরাত , বর্তমান তুরস্ক, ১৩৫২-১৬০৮
তিমুরি আমিরাত , ১৫২৬-১৫৫০
সুরান আমিরাত , বর্তমান ইরাক, ১৮১৬-৩৫
আজ জুবায়ের , ইরাক, ১৯শ শতাব্দী
ট্রান্সজর্ডান আমিরাত , বর্তমান জর্ডান , ১৯২১-৪৬
ইউনি আমিরাত , বর্তমান আরব উপদ্বীপ , ১০৭৬-১২৫৩
বিলহান আমিরাত , বর্তমান ইয়েমেনের দক্ষিণ, ১৬৮০-১৯৬৭
দিরিয়া আমিরাত , বর্তমান সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত , ১৭৪৪-১৮১৮
নজদ আমিরাত , বর্তমান আরব উপদ্বীপ , ১৮১৮-১৮৯১
দালা আমিরাত , বর্তমান ইয়েমেন , ১৯শ শতাব্দী থেকে ১৯৬৭
জাবাল শামার আমিরাত , বর্তমান আরব উপদ্বীপ , ১৮৩৬-১৯২১
নজদ ও হাসা আমিরাত , মধ্য আরব, ১৯০২-১৯২১
ইদ্রিসি আমিরাত , জিজান , বর্তমান সৌদি আরব , ১৯০৬-১৯৩৪
মক্কা আমিরাত, হেজাজ , সৌদি আরব , ১৯১৬-১৯২৪
বাহরাইন , ১৯৭১–২০০২
ইয়েমেনের অভ্যন্তরের বিভিন্ন আমিরাত
সৌদি আরব আমিরাত , সৌদি আরবের তেরটি প্রদেশ
বিলহান ও দালা
দিরিয়া
নজদ
জাবাল শামার
আসির
বাহরাইন
সৌদি আরবের আমিরাত বিভাগ
বুখারা
আফগানিস্তান আমিরাত
বর্তমান চীনে খোটান
পাকিস্তানে ওয়াজিরিস্তান
নিকুর আমিরাত , রিফ , বর্তমান মরক্কো , ৭১০-১০১৯
ইফ্রিকিয়া আমিরাত , আগলাবি ইফ্রিকিয়া , বর্তমান তিউনিসিয়া , আলজেরিয়া , সিসিলি , মরক্কো ও লিবিয়া , ৮০০-৯০৯
তিউনিস আমিরাত , হাফসি ইফ্রিকিয়া , বর্তমান তিউনিসিয়া , আলজেরিয়া ও লিবিয়া , ১২২৯-১৫৭৪
জাব আমিরাত , বর্তমান আলজেরিয়া , আনুমানিক ১৪০০ (স্বল্পকাল স্থায়ী)
তারারজা আমিরাত , বর্তমান মৌরিতানিয়া ১৬৪০-১৯১০ দশক
হারার আমিরাত, বর্তমান ইথিওপিয়া , ১৬৪৭-১৮৮৭
সিরেনাইকা আমিরাত , বর্তমান লিবিয়া , ১৯৪৯-১৯৫১
হাফসিদের অধীন ইফ্রিকিয়া
তারারজা (উপরে বামে)
লিবিয়ায় সিরেনাইকা
ফিকা আমিরাত , উত্তর পশ্চিম নাইজেরিয়া ১৫শ শতাব্দী
গুয়ান্ডু আমিরাত, উত্তর পশ্চিম নাইজেরিয়া ১৫শ শতাব্দী থেকে ২০০৫ (এরপর একীভূত ও বিলুপ্ত)
কিবি আমিরাত , উত্তর পশ্চিম নাইজেরিয়া ১৫১৬- (একীভূত)
বরগু আমিরাত , পশ্চিম মধ্য নাইজেরিয়া , বুসা আমিরাত (১৭৩০-১৯৫৪) ও কালামা আমিরাত (১৯১২-১৯৫৪) থেকে গঠিত, একীভূত ১৯৫৪
গুমেল আমিরাত, উত্তর মধ্য নাইজেরিয়া ১৭৪৯- (একীভূত)
ইয়াউরি আমিরাত , উত্তর পশ্চিম নাইজেরিয়া ১৭৯৯- (একীভূত)
গোমবি আমিরাত , উত্তর পূর্ব নাইজেরিয়া , ১৮০৪- (একীভূত)
কানু আমিরাত , উত্তর মধ্য নাইজেরিয়া , ১৮০৫- (একীভূত)
বালুচি আমিরাত , উত্তর মধ্য নাইজেরিয়া , ১৮০৫- (একীভূত)
দাউরা আমিরাত , উত্তর মধ্য নাইজেরিয়া , ১৮০৫- (একীভূত)
কাতাগুম আমিরাত, উত্তর মধ্য নাইজেরিয়া, ১৮০৭- (একীভূত)
জারিয়া আমিরাত , উত্তর মধ্য নাইজেরিয়া ১৮০৮- (একীভূত)
পুতিসকুম আমিরাত , উত্তর পূর্ব নাইজেরিয়া , ১৮০৯- (একীভূত)
আদামাওয়া আমিরাত , পূর্ব নাইজেরিয়া ও পশ্চিম ক্যামেরুন , ১৮০৯- (একীভূত)
ইলুরিন আমিরাত , দক্ষিণ পশ্চিম নাইজেরিয়া , ১৮১৭- (একীভূত)
মুরি আমিরাত , মধ্য পূর্ব নাইজেরিয়া , ১৮১৭- (একীভূত)
কাজাউর আমিরাত , উত্তর মধ্য নাইজেরিয়া , ১৮১৯- (একীভূত)
লাপাল আমিরাত , মধ্য নাইজেরিয়া , ১৮২৫- (একীভূত)
সুলেজা আমিরাত , মধ্য নাইজেরিয়া , ১৮২৮- (একীভূত)
আগাই আমিরাত , পশ্চিম মধ্য নাইজেরিয়া , ১৮৩২- (একীভূত)
বিদা আমিরাত , পশ্চিম মধ্য নাইজেরিয়া , ১৮৫৬- (একীভূত)
কুনতাগোরা আমিরাত , উত্তর মধ্য নাইজেরিয়া , ১৮৫৮- (একীভূত)
বুরনু আমিরাত , উত্তর পূর্ব নাইজেরিয়া , ১৯০০- (একীভূত)
দিকওয়া আমিরাত , উত্তর পূর্ব নাইজেরিয়া , ১৯০১- (একীভূত)
বিইউ আমিরাত , উত্তর পূর্ব নাইজেরিয়া , ১৯২০- (একীভূত)