আমিরাত ক্রিকেট বোর্ড

আমিরাত ক্রিকেট বোর্ড
ক্রীড়াক্রিকেট
কার্যক্ষেত্রসংযুক্ত আরব আমিরাত
সংক্ষেপেইসিবি
প্রতিষ্ঠাকাল১৯৩৬ (1936)
অধিভুক্তআইসিসি (১৯৯০)
এসিসি (১৯৯০)
সদর দফতরশারজাহ
অবস্থানশারজাহ ক্রিকেট স্টেডিয়াম
সভাপতিআব্দুল রহমান বুখাতির
প্রশিক্ষকখালি
পৃষ্ঠপোষকআনিব, টাইকা, ক্রিকএইচকিউ
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
www.emiratescricket.com
সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড হচ্ছে ক্রিকেটে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দলের ক্রীড়া পরিচালনাকারী একটি সংঘ। সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এ সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিত্বকারী একটি সংস্থা এবং ১৯৯০ সাল থেকে আইসিসির সহযোগী সদস্য। সংস্থাটি এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও সদস্য।

২১ জুলাই ২০১৬, আমিরাত ক্রিকেট বোর্ড ৮জন খেলোয়াড়কে ২ বছর মেয়াদী কেন্দ্রীয়ভাবে যুক্তকরণের অনুমোদনের মাধ্যমে পূর্ণ পেশাদারিত্বের এক অসামান্য পদক্ষেপ গ্রহণ করে।[]

ইতিহাস

[সম্পাদনা]

সংযুক্ত আরব আমিরাতে ক্রিকেটকে পরিচালনা করে আমিরাত ক্রিকেট বোর্ড বা ইসিবি। যারা আবুধাবি, আজমান, দুবাইশারজাহর মতো চারটি বড় বড় কাউন্সিল সহ ক্রিকেটর যাবতীয় কার্যক্রমের দেখাশুনা করে থাকে।

১৯৮৯ সালে আমিরাত ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)র অনুমোদিত সদস্য এবং ১৯৯০ সালে সহযোগী সদস্য পদ লাভ করে।[]

একটি উদীয়মান একদিনের আন্তর্জাতিক (ওডিআই) দেশ, সংযুক্ত আরব আমিরাত দল ২০০০ থেকে ২০০৬-এ পরপর চারবার এসিসি ট্রফি চ্যাম্পিয়ন হয় এবং বাকী তিনবার রানার-আপের শিরোপা অর্জন করে।[]

সংযুক্ত আরব আমিরাত তাদের প্রথম একদিনের আন্তর্জাতিক খেলে[] ১৯৯৪ আইসিসি ট্রফি জয় লাভ করে, ১৯৯৬২০১৪ খেলার যোগ্যতা অর্জন করে।[]

মিলিয়নেরও অধিক আমিরাতির বসবাস হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে, এবং ইসিবি আমিরাতি ক্রিকেটের মান উন্নয়নে বেশ গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে। বর্তমান জাতীয় দলে মাত্র তিনজন আমিরাতি খেলোয়াড় প্রতিনিধিত্ব করছে। অদূর ভবিষ্যতে যাতে জাতীয় দলে বাছাইয়ের জন্য পর্যাপ্ত সংখ্যক স্থানীয় খেলোয়াড় পাওয়া যায়, সে উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে ইসিবি।

ক্রিকেট সাধারণ আমিরাতে খুব কম খেলা হয় এমন একটি খেলা। অধিকাংশ জনগণেরই ক্রিকেট সম্বন্ধে কোন অভিজ্ঞতা নেই। তাই ইসিবি এখন স্থানীয় বিভিন্ন বিদ্যালয়গুলোতে পেশাদারী কোচ নিয়োগ করে খেলার মান উন্নয়নের ভূমিকা পালন করে যাচ্ছে, যা পূর্বে উপলব্ধ ছিল না। স্থানীয় পর্যায়ে ক্রিকেটকে উৎসাহিত করতে ক্রিকেটের তথ্য সংবলিত একটি আরবি ভাষায় পুস্তক প্রকাশ সহ খেলার সামগ্রী বিনামূল্য বিদ্যালয়গুলোতে প্রদান করা হচ্ছে। উপরন্তু, উক্ত কার্যক্রমটি পরিচালনার জন্যও নিয়োগ করা হয়েছে আরবি ভাষায় কথোপকথনের যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে। []

২০০৭ সালে তারা পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সহিত মিলিতভাবে প্রথমবারের মতো টি১০ লীগের সূচনা করে।[]

২০১৮ এর জুনে আমিরাত ক্রিকেট বোর্ড, প্রথমবারের মতো আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া আমিরাত টি২০ লীগের ঘোষণা করে, যা ওই বছরে জনপ্রিয় টি১০ লীগের পরেই শুরু হতে নির্ধারিত হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "UAE moves towards professionalism with eight central contracts"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৪ 
  2. "ECB mens cricket team history"emiratescricket.com। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৯ 
  3. "Full scorecard of United Arab Emirates vs. India, Austral-Asia Cup, 1st Match"। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৯ 
  4. "EMIRATI DEVELOPMENT PROGRAMME"আমিরাত ক্রিকেট বোর্ড। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৯ 
  5. "T10 Cricket League"। Archived from the original on ১১ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৯ 
  6. "UAE'S First T20 Franchise Cricket League to be Formally Unveiled Later This Month"Emirates Cricket। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৮ 
[সম্পাদনা]