আমুনেত | |
---|---|
ফ্যারাওয়ের রক্ষাকর্ত্রী | |
প্রতীক | লাল মুকুট ও প্যাপিরাসের দণ্ড |
সঙ্গী | আমুন |
আমুনেত বা আমোনেত হলেন প্রাচীন মিশরীয় ধর্মের অন্যতম আদিম দেবী। তিনি অগদোয়াদ এর একজন সদস্য এবং আমুন-এর সঙ্গী।
তার নামের অর্থ হলো "গোপন স্ত্রীমূর্তি" এবং এই নামটি আসলে দেবতা আমুনের নামের স্ত্রী-সংস্করণ মাত্র[১]। সম্ভবত তিনি আলাদা কোনো দেবী ছিলেন না, কারণ তার ও আমুনের প্রথম উল্লেখ পাওয়া যায় একই সাথে, যুগ্ম দেবতা হিসেবে।
কিন্তু দ্বাদশ রাজবংশের সময় (আনুমানিক ১৯৯১-১৮০৩ খ্রি. পূজিত) তার পূজা আমুনের অন্য স্ত্রী মুতের ক্রমবর্ধমান প্রভাবে গুরুত্ব হারিয়ে ফেলে। যদিও এককভাবে থিবস্ নগরে তিনি আমুনের স্ত্রী এবং ফ্যারাওয়ের রক্ষাকর্ত্রী হিসেবে পূজিতা হতে থাকেন[২]।
আমুনের পূজাস্থল কার্নাকে আমুনেতের সেবায় পুরোহিতদের নিয়োগ করা হত। সেদ উৎসব প্রভৃতি রাজকীয় আড়ম্বরেও তার ভূমিকা ছিল। আমুনেতকে লাল মুকুট পরিহিতা ও প্যাপিরাসের একটি দণ্ডধারিণী রূপে কল্পনা করা হত[১]।
পরবর্তী নথিসমূহে আমুনেতকে নেথ দেবীর সাথে এক হিসেবে বর্ণনা করা হতে থাকে, যদিও টলেমাইক যুগ (৩২৩-৩০ খ্রি. পূ.) পর্যন্ত তিনি একজন বিশিষ্ট দেবী হিসেবে পূজিত হতেন[২]।