আমুর্ন Āmūrn | |
---|---|
আফগানিস্তানে অবস্থান | |
স্থানাঙ্ক: ৩৮°১১′৫১″ উত্তর ৭১°২১′১০″ পূর্ব / ৩৮.১৯৭৫০° উত্তর ৭১.৩৫২৭৮° পূর্ব | |
দেশ | আফগানিস্তান |
প্রদেশ | বাদাখশন প্রদেশ |
জেলা | দারওয়াজ জেলা |
সময় অঞ্চল | + ৪.৩০ |
আমুর্ন আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের বাদাখশন প্রদেশের দারওয়াজ জেলার একটি গ্রাম।[১][২]
গ্রামটি তাজিকিস্তানের সীমান্তের কাছে অবস্থান করছে। এটি ইয়েলাক-ই আমুর্ন থেকে ১.৮ মাইল দুরত্বে অবস্থিত, দেলবাখ থেকে ৩.৯ মাইল দুরত্বে, আফগানিস্তানে মঞ্জেল থেকে ৪.৩ মাইল দুরত্ব, আবলুন থেকে ৪.৭ মাইল দুরত্বে অবস্থান করছে।
আমুর্ন এম৪১ মোটরওয়েতে অবস্থান করছে যা তাজিকিস্তানের সাথে গিয়ে মিলিত হয়। পাশ্ববর্তী বিমানবন্দরটি ৪২ মাইল দুরে খোরোগে এর অবস্থিত।
আফগানিস্তানের বাদাখশন প্রদেশের অঞ্চল বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |