আমের ইকবাল | |
---|---|
![]() | |
জন্ম | পাকিস্তান |
মাতৃশিক্ষায়তন | ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি) |
পরিচিতির কারণ | রহস্যময় দ্বিততা, পরিশোধিত টপোলজিক্যাল চূড়া, এম-স্ট্রিং |
পুরস্কার | আবদুস সালাম পুরস্কার |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | তাত্ত্বিক পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠানসমূহ | ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয় টেক্সাস বিশ্ববিদ্যালয়-অস্টিন |
ডক্টরাল উপদেষ্টা | বার্টন জেবাখ |
আমের ইকবাল একজন পাকিস্তানি মার্কিন পদার্থবিজ্ঞানী। তিনি স্ট্রিং তত্ত্ব ও গাণিতিক পদার্থবিজ্ঞানে তার কাজের জন্য পরিচিত।
আমের ইকবাল পাকিস্তানের কায়েদে আজম বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতকোত্তর (এম.এস.সি) ও যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি থেকে তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রী লাভ করেন। তিনি বারটন জেবাখ-এর অধীনে ডক্টরেটোত্তর গবেষণা করেন। তিনি ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অনুষদ সদস্য ও টেক্সাস বিশ্ববিদ্যালয়-অস্টিন এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ডক্টরেটোত্তর পর্যায়ে কাজ করেন।
সুপারস্ট্রিং তত্ত্ব ও এর সাথে সুপারসিমেট্রি ও গজ তত্ত্ব-এর সম্পর্ক নিয়ে কাজ করার জন্য তাঁকে আবদুস সালাম পুরস্কারে ভূষিত করা হয়।[১]