আম্মামা বা 'এমা (আরবি: عمامة; মিশরীয় আরবি: عمة আইপিএ: [ˈʕem.mæ]) হল এক ধরনের পাগড়ি যা মুসলিমদের কাছে ধর্মীয়ভাবে তাৎপর্যপূর্ণ।[১] মিশর বা সুদানের পুরুষরা সাধারণত জেলবিয়ার পোশাকের সাথে 'এমা পরেন।[২] এই উষ্ণীশ পরা কর্তৃত্ব, শক্তি এবং সম্মানের প্রতীক।[৩]