আয়লা আকাত আতা | |
---|---|
এমপি | |
কাজের মেয়াদ ২০০৭ – ২০১১ | |
নির্বাচনী এলাকা | ব্যাটম্যান, তুরস্ক |
কাজের মেয়াদ ২০১১ – ২০১৫ | |
নির্বাচনী এলাকা | ব্যাটম্যান, তুরস্ক |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৬ ফেব্রুয়ারি ১৯৭৬ |
নাগরিকত্ব | তুর্কি |
প্রাক্তন শিক্ষার্থী | ডিকল বিশ্ববিদ্যালয় |
আয়লা আকাত আতা (জন্ম ১৬ ফেব্রুয়ারি ১৯৭৬) হচ্ছেন তুরস্কের পিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (বিডিপি) একজন কুর্দি[১] রাজনীতিবিদ।[২] তিনি কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) নেতা আবদুল্লাহ ওজালানের পক্ষে ও একজন প্রতিরক্ষা আইনজীবী ছিলেন।[৩]
আয়লা আকাত আতা ১৯৭৬ সালে সুর দিয়ারবার্কে জন্মগ্রহণ করেন। দিয়ারবার্কের ডিকল বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ থেকে স্নাতক হওয়ার পর থেকে তিনি একজন আইনজীবী হিসেবে কাজ করছে[৪] ন। তিনি তুর্কি মানবাধিকার সমিতির (আইএইচডি) সদস্য,[৫] নারী অধিকার রক্ষাকারী এবং ফ্রি উইমেন্স কংগ্রেসের (কেজেএ) সহ-প্রতিষ্ঠাতা, যা ৫০১ জন সদস্যের একটি সমাবেশের মাধ্যমে আয়োজিত হয়[৬]
২০০৭ সালের জুলাই মাসে তিনি তুরস্কের সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে তুরস্কের পার্লামেন্টে প্রবেশ করেন এবং ডেমোক্রেটিক সোসাইটি পার্টিতে (ডিটিপি) যোগ দেন। [৭]
২০০৭ সালের সেপ্টেম্বর মাসে তার এবং আইসেল তুয়লুকের বিরুদ্ধে "একটি অবৈধ সংগঠনের জন্য প্রচারণা চালানো" এবং "একটি সন্ত্রাসী সংগঠনকে সহায়তা ও প্ররোচনা" দেওয়ার অভিযোগ আনা হয়। [৩]
১১ ডিসেম্বর ২০০৯ তারিখে ডিটিপি নিষিদ্ধ হওয়ার পর তিনি পিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টিতে (বিডিপি) যোগ দেন।
তিনি ১২ জুন ২০১১ সাধারণ নির্বাচনে পুনরায় নির্বাচিত হন।[৮] ২০১৩ সালের জানুয়ারি মাসে তিনি কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এবং তুরস্ক সরকারের মধ্যে শান্তি প্রক্রিয়ায় জড়িত ছিলেন এবং আহমেত তুর্কের সাথে একসাথে ইমরালি কারাগারে আবদুল্লাহ ওজালানের সাথে সাক্ষাৎ করেন। [৯]
২০১৬ সালের ২৬ অক্টোবর সহ-মেয়র গুলতান কিষাণক ও ফিরাত আনলিকে[১০] বরখাস্ত করার প্রতিবাদে অংশ নেওয়ার সময় তাকে আটক করা হয় এবং পরে গ্রেপ্তার করা হয় এবং "একটি সন্ত্রাসী সংগঠন পরিচালনার" অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।[১১] তিনি ৪ মে ২০১৭ তারিখে মুক্তি পেয়েছিলেন।[১২] ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে তুরস্কের সৈন্যরা একটি বাসে গুলি চালানোর সময় মারা যাওয়া কাম্বার মোরো সম্মুখভাগের বিষয়ে দেওয়া একটি বক্তৃতার জন্য তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়। এই ক্ষেত্রে তিনি ২০১৮ সালের মে মাসে মুক্তি পেয়েছিলেন।[১০] ২০২০ সালের সেপ্টেম্বর মাসে, তিনি ২০১৪ সালে কোবানি বিক্ষোভকে সমর্থন করেন এমন অভিযোগে অন্যান্য ৮২ জন রাজনীতিবিদের সাথে তাকে আটক করা হয়, যা আইএস তথা ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড লেভান্ট (আইএসআইএল) দ্বারা কোবানিতে অবরুদ্ধ কুর্দি জনগোষ্ঠীর সমর্থনে ছিল।