আয়েশা জুলেকা | |
---|---|
জন্ম | আয়েশা জুলেকা ২৮ জুলাই ১৯৭২[১][২] শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ভারত |
পেশা | চলচ্চিত্র অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৮৩-২০১০, ২০১৮-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | সমীর বশি[৩] |
আয়েশা ঝুলকা (জন্ম: ২৮ জুলাই ১৯৭২) হচ্ছেন ভারতের একজন চলচ্চিত্র অভিনেত্রী যিনি মূলত হিন্দি ভাষার চলচ্চিত্রে কাজ করেছেন। কিছু ওড়িয়া, কন্নড় এবং তেলুগু চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি।[৪]
আয়েশা অনেক সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন, যেমনঃ কুরবান (১৯৯১),কথা দিলাম(১৯৯১), জো জিতা ভোহি সিকান্দার (১৯৯২), খিলাড়ি (১৯৯২ , মেহেরবান (১৯৯৩), দালাল (১৯৯৩), বলমা (১৯৯৩), ওয়াক্ত হামারা হ্যায় (১৯৯৩), রঙ (১৯৯৩), সংগ্রাম (১৯৯৩), জয় কিষাণ (১৯৯৩) এবং মাসুম (১৯৯৬)।
আয়েশার বাবা ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার ছিলেন। আয়েশার স্বামীর নাম সমীর বশি।[৩]