আর. বাল্কি | |
---|---|
হিন্দি: आर. बालकृष्णन | |
জন্ম | আর. বালকৃষ্ণন ১৬ এপ্রিল ১৯৬৪ |
পেশা | চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, বিপণন কর্মকর্তা |
দাম্পত্য সঙ্গী | গৌরী শিন্দে (বি. ২০০৭) |
পুরস্কার | পূর্ণ তালিকা |
আর. বাল্কি নামে সুপরিচিত আর. বলকৃষ্ণন (হিন্দি: आर. बालकृष्णन; জন্ম ১৬ এপ্রিল ১৯৬৪) একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার এবং বিজ্ঞাপন এজেন্সি লো লিন্টাস (ইন্ডিয়া)-এর সাবেক গ্রুপ চেয়ারম্যান।[১] তিনি চিনি কম (২০০৭), পা (২০০৯), শামিতাভ (২০১৫),[২][৩] প্যাড ম্যান (২০১৮) এবং চুপ: রিভেঞ্জ অব দি আর্টিস্ট (২০২২) চলচ্চিত্র পরিচালনার জন্য সুপরিচিত।
তিনি পা চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ হিন্দি ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং প্যাড ম্যান চলচ্চিত্রের জন্য অন্যান্য সামাজিক বিষয়ে শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[৪]
বছর | চলচ্চিত্রের শিরোনাম | ভূমিকা | ||
---|---|---|---|---|
পরিচালক | প্রযোজক | লেখক | ||
২০০৭ | চিনি কম | হ্যাঁ | না | হ্যাঁ |
২০০৯ | পা | হ্যাঁ | না | হ্যাঁ |
২০১২ | ইংলিশ বিংলিশ | না | হ্যাঁ | না |
২০১৫ | শামিতাভ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ |
২০১৬ | কি অ্যান্ড কা | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ |
২০১৮ | প্যাড ম্যান | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ |
২০১৯ | মিশন মঙ্গল | না | না | হ্যাঁ |
২০২২ | চুপ: রিভেঞ্জ অব দি আর্টিস্ট | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ |
২০২৩ | লাস্ট স্টোরিজ ২ | হ্যাঁ | না | হ্যাঁ |
ঘোষিত হবে | ঘুমর | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ |